ফর্ম হারানো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে শান্ত হওয়ার বার্তা দিলেন প্রাক্তন সতীর্থ ওয়েন রুনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০০৪-০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যখন দাপিয়ে ফুটবল খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেই সময় তারই পাশে ইউনাইটেডের হয়ে দুর্ধর্ষ খেলছিলেন ইংরেজ ফরোয়ার্ড ওয়েন রুনি।
তারপর অনেক জল গড়িয়েছে, আজ ওয়েন রুনি যেখানে ফুটবল কেরিয়ার ছেড়ে কোচিংয়ে মন দিয়েছেন, রোনাল্ডো সেখানে দ্বিতীয়বার এসেছেন ইউনাইটেডে।
কিন্তু দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের নিজের পুরোনো ছন্দ দেখাতে পারছেন না রোনাল্ডো। চলতি মরশুমে একেবারে হতাশাজনক পারফর্ম করেছেন পর্তুগিজ মহাতারকা। এই পরিস্থিতিতে এবার পুরোনো সতীর্থ রোনাল্ডোকে শান্ত থাকার বার্তা দিলেন রুনি।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিসি ইউনাইটেডের হেড কোচ রুনি বলেছেন, "যেভাবে দল খেলছে এবং সাফল্য পাচ্ছে, তাতে কোচ নিশ্চয়ই ভিন্ন পথে এগিয়েছেন। ক্রিশ্চিয়ানো আর মেসি দুজনেই এই খেলার সর্বসেরা, তবে বয়স সকলকেই ধরে নেয়। নিঃসন্দেহে রোনাল্ডো সেই খেলোয়াড় আর নেই যেটি তিনি ২২-২৩ বছর বয়সে ছিলেন। খুবই কঠিন ওর পক্ষে।"
এরপর রুনি বলেছেন, "ওনাকে চেনায় আমি জানি, ওনার পক্ষে খুব কঠিন হবে বেঞ্চে বসে থাকাটা। আমি নিশ্চিত উনি শান্ত থাকবেন, ওনার সুযোগ আসবে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনবে।"
আগামী রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভার্টনের বিরুদ্ধে খেলতে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সেই ম্যাচে এরিক টেন হাগ কি খেলাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে? তা সময়ই বলবে।