শান্তি! ৭০০তম গোল করার পর স্পেশ্যাল সেলিব্রেশন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে অত্যন্ত খারাপ পারফর্ম করছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কেবল একটিই গোল করেছেন এই মরশুমে, তাও আবার পেনাল্টিতে। এই পরিস্থিতিতে রবিবার প্রিমিয়ার লিগে এভার্টনের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমেই নিজের জাত চিনিয়ে দিলেন রোনাল্ডো।
প্রথমার্ধে অ্যান্টনি মার্শিয়ালের পরিবর্তে নেমেছিলেন রোনাল্ডো, এবং ৪৪ মিনিটে ক্যাসেমিরোর পাসে দুরন্ত গোল করে লিগে গোলের খরা মেটালেন সিআর সেভেন। আর এই গোলের মাধ্যমে ক্লাব পর্যায়ে ৭০০তম গোলের অনন্য কৃতিত্ব গড়ে তুললেন পর্তুগিজ মহাতারকা।
তবে গোলের পর রোনাল্ডোর সেলিব্রেশন ছিল দেখার মত। সাধারণত লাফিয়ে সিউউ সেলিব্রেশনে মাতেন রোনাল্ডো। কিন্তু এভার্টনের বিরুদ্ধে গোল করার পর বুকে হাত দিয়ে চোখ বন্ধ করেন তিনি, যেন বড়সড় একটি বোঝা নামল তার বুকের উপর দিয়ে।
পঞ্চম মিনিটে অ্যালেক্স ইয়োবির গোলে এগিয়ে যায় এভার্টন। এরপর ১৫ মিনিটে ইউনাইটেডের হয়ে গোল শোধ দিয়ে দেন অ্যান্টনি। আর তারপর রোনাল্ডোর গোলে ম্যাচ জিতে ফেরে রেড ডেভিলস।
দেখুন ভিডিও -