রয় কৃষ্ণাকে বেঙ্গালুরু সই করায় অবাক হয়ে গিয়েছেন সুনীল ছেত্রী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএলে সকলের নজর থাকবে বেঙ্গালুরু এফসির উপর। গত দুই বছরের ব্যর্থতা ভুলে এই বছর বেশ ভালো দল তৈরি করেছে বেঙ্গালুরু। প্রবীর দাস, হীরা মন্ডল, জাভি হার্নান্ডেজের মত তারকা খেলোয়াড়দের পাশাপাশি নিয়েছে সুপারস্টার ফরোয়ার্ড রয় কৃষ্ণা।
আর এই কারণে রয় ও সুনীল ছেত্রীর যুগলবন্দী অবশ্যই নজর কাড়বে এবারের আইএসএলে। রয় ও সুনীলের যুগলবন্দীর জেরেই ডুরান্ড কাপ জিতেছে বেঙ্গালুরু এফসি। কিন্তু বেঙ্গালুরু রয় কৃষ্ণাকে সই করায় অবাক হয়ে গিয়েছেন খোদ সুনীল ছেত্রী।
আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে সুনীল বলেছেন, "ওরে বাপরে! কি দারুণ একজন খেলোয়াড়কে আমরা সই করিয়েছি। আমি খুব অবাক হয়েছিলাম যখন জানতে পারি যে উনি আমাদের দলে আসবেন। কারণ আমি ভাবছিলাম, এই লিগের সেরা নাম্বার নাইন উনি এবং আমাদের সুযোগ রয়েছে ওনাকে সই করার।"
এরপর সুনীল রয়ের আরও প্রশংসা করে বলেছেন, "উনি আমার থেকে অনেক ভালো হিন্দি বোঝেন এবং অসাধারণ একজন সতীর্থ। বড় খেলোয়াড়রা নিজেদের প্রদর্শন করেন না, রয় সেরকমই একজন। আর আমি মনে করতে চাই যে আমিও তাদের একজন। আমায় রাইট ব্যাকে খেলালে আমি গোল করতে চাইব। এভাবেই আমরা একে অপরকে উৎসাহ দিতে চাই।"