সুদূর আইসল্যান্ড থেকে এলেন ইস্টবেঙ্গলের সংসারে, চিনুন থোরহালুর সিগিয়েরসনকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দশমীর দিন, অর্থাৎ বুধবার কোচির উদ্দেশ্যে রওনা হয়েছিল ইস্টবেঙ্গল এফসি। এবং ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া পেজে সেই ছবিগুলিতে দেখা যায় এক অপরিচিত বিদেশীকে, যাকে নিয়ে প্রশ্ন উঠেছিল সবার মনে।
শুক্রবার ইস্টবেঙ্গলের তরফ থেকে ঘোষণা করা হয়, এই নতুন বিদেশী হলেন থোরহালুর সিগিয়েরসন। আইসল্যান্ডের এই প্রশিক্ষক চলতি মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের সহকারী কোচের ভূমিকা পালন করবেন এবং স্টিফেন কনস্টানটাইনের সাথে দলকে গড়ে তোলার কাজ করবেন।
কিন্তু প্রশ্ন হল, কতটা অভিজ্ঞতা রয়েছে সিগিয়েরসনের? মাত্র ৩৫ বছর বয়স সিগিয়েরসনের। উয়েফা এ লাইসেন্স প্রাপ্ত এই প্রশিক্ষক কেবল একটি ক্লাবেরই দায়িত্বে ছিলেন, আর তা হল থ্রোটুর রেইকজাভিক, যা বর্তমানে আইসল্যান্ডের তৃতীয় ডিভিশনে রয়েছে। এই থ্রোটুর ক্লাবে সহকারী কোচ ও হেড কোচের ভূমিকা পালন করেছেন সিগিয়েরসন। হেড কোচ হিসেবে জিতেছেন সাতটি ম্যাচ, হেরেছেন ১৫টিতে।
তবে আরও বড় প্রশ্ন হল, তাহলে বিনো জর্জের কি হবে? আপাতত তিনিই ছিলেন স্টিফেন কনস্টানটাইনের সহকারী। এবং সিগিয়েরসনের আগমণ সত্ত্বেও বিনোর চাকরি বহাল থাকবে। তিনি ভারতীয় সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। ভারতীয় খেলোয়াড়দের সাথে বিদেশী কোচেদের যোগাযোগের সূত্র হিসেবে কাজ করবেন বিনো। পাশাপাশি ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের হেড কোচের দায়িত্বও পালন করবেন কেরালার এই কোচ।