প্রাক্তন চেলসি কোচ এবার কেরালায়, জানুন কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ থমাস টুখেল চেলসি ফুটবল দলের চাকরি ছেড়েছেন বেশকিছু দিন হয়েছে। ২০২১ সালে, মাত্র কয়েকমাসের কাজেই তিনি ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব চেলসিকে এনে দিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ । গত সিজনেও তার দল ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ৪ স্থানে শেষ করে। এর পাশাপাশি ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগে চেলসি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলার সুযোগ পায়।
কিন্তু এই সিজনের শুরুটা মোটেই ভাল হয়নি তার দলের জন্য। ইপিএল-এর প্রথম ৬ ম্যাচে মাত্র ৩ টি ম্যাচে তার দল জয় লাভ করে। চ্যাম্পিয়ন্স লিগেও চেলসি শুরুতে মুখ থুবড়ে পরে। ডায়নামো জাগ্রেবের কাছে হারের পরেই চেলসি থেকে তার বিদায় ঘটে। তার বদলে চেলসি দলের দায়িত্ব নিয়েছেন গ্রাহাম পটার। তার প্রশিক্ষণে চেলসি এই মুহূর্তে পুনরায় জয়ের রাস্তায় ফিরেছে। অন্যদিকে চেলসি ছাড়ার পর, টুখেল এখনো পর্যন্ত কোনো দলের কোচিংয়ের দায়িত্ব নেননি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও উঠে এসেছে টুখেলের নাম। এবার তার নাম জড়িয়েছে ভারতীয় ফুটবল ক্লাবের সাথে। সোশ্যাল মিডিয়ায় তার কিছু ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে যে থমাস টুখেল কেরালায় রয়েছেন।
এরপরেই কেরালার ফুটবল সমর্থকদের মধ্যে গুঞ্জন রটে গেছে যে তিনি আইএসেলের ক্লাব কেরালা ব্লাস্টারস-এর কোচিং এর দায়িত্ব নিচ্ছেন।
যদিও এবিষয় তিনি এখনো পর্যন্ত কোথাও কিছু জানাননি। এর আগে তার কাছে বায়ের লেভারকুসেন দলের দায়িত্ব নেওয়ার সুযোগ এলেও তিনি সেই প্রস্তাব গ্রহন করেননি। তবে হঠাৎ ভারতের মাটিতে তিনি কি করছেন সেই নিয়ে জল্পনা তুঙ্গে । কেউ মনে করছেন কেরালার প্রশিক্ষন করাবেন আবার কেউ কেউ মনে করছেন তিনি এসেছেন শুধুমাত্র ঘুরতে ও ছুটি কাটাতে।