ডোপিংয়ের জেরে নির্বাসনের শাস্তি পেলেন এটিকে মোহনবাগানের এই তারকা ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবলে আবারও এল ডোপিংয়ের কালো ছায়া। ডোপিংয়ের কারণে দুই বছরের নির্বাসনের শাস্তি পেলেন এটিকে মোহনবাগানের তারকা ফুটবলার আশুতোষ মেহতা।
এখনও অবধি এটিকে মোহনবাগানের তরফ থেকে সরকারিভাবে আশুতোষের বিদায়ের খবর ঘোষিত হয়নি, যদিও ২০২৪ সাল অবধি চুক্তিবদ্ধ এই সাইডব্যাক। তবে এবার এই কঠিন শাস্তি পেলেন আশুতোষ। কিন্তু কেন? চলুন জেনে নিই।
গত ১৪ সেপ্টেম্বর অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের তরফ থেকে কাঠগড়ায় তোলা হয় আশুতোষকে। সেই শুনানিতে আশুতোষ জানান,
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি আইএসএলে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে নেমেছিল এটিকে মোহনবাগান। এবং সেই ম্যাচে প্রথম একাদশে না থাকলেও বেঞ্চে ছিলেন আশুতোষ।
আদালতের শুনানিতে আশুতোষ জানান, এক সতীর্থের কাছ থেকে বিশেষ ওষুধ নিয়েছিলেন ম্যাচের আগে, যা তিনি আয়ুর্বেদিক ওষুধ ভেবেছিলেন। আদালতে আশুতোষ সেই সতীর্থের নাম বলেছেন এবং জানিয়েছেন, শরীরের ব্যাথা কমানোর জন্য তিনি নিয়েছেন।
এবং এই ডোপিংয়ের বিষয়ে নাডাকে পূর্ণ সহযোগিতা করছেন আশুতোষ, যাতে তার শাস্তির মেয়াদ কমে যায়। তবে যে সতীর্থের নাম তিনি নিয়েছেন, তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
ফলে সব মিলিয়ে, আশুতোষের এই অপরাধের জন্য কালিমালিপ্ত হল এটিকে মোহনবাগান। এবার এই অভিযোগে আর কারা জড়িত হবেন, এটিই এখন বড় চিন্তার।