এল ক্লাসিকোর আগে অরেলিয়ান চৌয়ামেনি জানালেন তাঁর প্রথম ক্লাসিকো স্মৃতির সম্পর্কে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামীকাল ফুটবল জগতের সবচেয়ে বড় ম্যাচ 'এল ক্লাসিকো' অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে একে অপরের মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।
এই মরশুমের প্রথম ক্লাসিকো নিয়ে উত্তেজনার পারদ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। একদিকে কার্লো আন্সেলোত্তির রিয়াল মাদ্রিদ গত মরশুমে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ, উভয়ই জিতেছে। এই মরশুমে এখনো অপরাজিত। অন্যদিকে জাভির বার্সেলোনা গত মরশুম ইউরোপা লিগ জিততে ব্যার্থ হওয়ার পর এই মরশুমেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে প্রায় ছিটকে যেতে চলেছে। তবে শেষ দুই ক্লাসিকোতে খেলার ফলাফল জাভির পক্ষেই গেছে। ফলে কালকের ম্যাচের ফলাফল কি হতে পারে তা কারুর পক্ষেই আন্দাজ করা সম্ভব নয়।
একদিকে যেমন এল ক্লাসিকো নিয়ে সবাই চিন্তিত, অন্যদিকে রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার অরেলিয়ান চৌয়ামেনি তাঁর পুরোনো স্মৃতি সকলের সামনে তুলে ধরেছে হালকা মেজাজে।
অরেলিয়ান এই মরশুমেই সই করেছেন রিয়ালের হয়ে। ২২ বছর বয়সি এই ফ্রেঞ্চ ফুটবলারের এটি প্রথম ক্লাসিকো। আর এই ক্লাসিকো নিয়েই তিনি একটি স্মৃতি তুলে ধরেন। তিনি জানান, "আমার প্রথম এল ক্লাসিকোর স্মৃতি হল ক্যাম্প নৌতে যখন রোনাল্ডো গোল করে সবাইকে শান্ত করে দেওয়ার গোল উদযাপন করেন।"
২০১২ সালের এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একাই ক্লাসিকোর ভাগ্য নির্ধারণ করে দেয়। প্রসঙ্গত তাঁর ক্যাম্প নৌতে সবাইকে শান্ত করার গোল উদযাপনকে "calma" সেলিব্রেশন বলে অনেকে।
তাঁর নিজের এল ক্লাসিক ম্যাচের ব্যাপারে তিনি বলেন, "দুটি ভাল দলের মধ্যে অসাধারণ লড়াই হতে চলেছে। আমাদের সর্বস্ব দিতে হবে যাতে আমরা ম্যাচটী জিততে পারি। আমরা রিয়াল মাদ্রিদ এবং আমরা কোনো ম্যাচ হারতে চাইনা। আমরা ভালো অনুভূতির সাথে আছি এবং আমরা এভাবেই চালিয়ে যেতে যাই।"