পরপর দুই ম্যাচে হার! কি বলছেন লাল-হলুদ কোচ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের নতুন মরশুমের শুরু খুব একটা সুখকর হয়নি ইংল্যান্ড কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের জন্য। তার প্রশিক্ষণে ইস্টবেঙ্গল দল প্রথম দুই ম্যাচেই পরাজিত। মরশুমের প্রথম ম্যাচে কেরালার কাছে হারার পর নিজেদের ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করে লাল হলুদ দল। শেষ মুহূর্তের পরাজয় হতাশ কনস্ট্যানটাইন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি তার দলের পরাজয়ের কারণ গুলি তিনি তুলে ধরেন।
স্টিফেন বলেন, "আমার মনে হয় প্রথম অর্ধে এফসি গোয়া আমাদের দিয়ে অনেক ভাল দল ছিল, বল পজিসন তাদের কাছে অনেক বেশি ছিল। আমার খেলোয়াড়রা নিজের উপর অনেক বেশি চাপ নিয়ে নেয়। আমার মনে হয় দ্বিতীয় অর্ধের খেলায় আমরা অনেক বেশি আধিপত্য বজায় রেখেছিলাম। কিন্তু শেষ মুহূর্তের গোল হজমে আমরা খুবই হতাশ। ইস্টবেঙ্গল ৯০ মিনিট নিজেদের খেলাটা খেলতে পারেনি এবং দ্বিতীয় অর্ধের ৪৫ মিনিট আমাদের জয়ের জন্য যথেষ্ট ছিলনা।"
সামনেই কলকাতা ডার্বি, সেই ম্যাচ নিয়ে তার কি ভাবনা জানতে চাইলে তিনি জানান যে ডার্বির আগে তাদের আর একটি ম্যাচ আছে, তিনি এখন সেই খেলা নিয়েই ভাবতে চান।
এফসি গোয়ার বিরুদ্ধে তাদের দ্বিতীয় অরধের খেলা লাল হলুদ কোচকে আশাবাদি করে তুলেছে। তিনি জানিয়েছেন, "আমরা আরও কঠিন পরিশ্রম করব। আজকের দ্বিতীয় অর্ধের খেলা সিজিনের বাকি ম্যাচগুলিতে আমাদের উদ্বুদ্ধ করবে।"
এর পাশাপাশি কনস্ট্যানটাইন তার খেলোয়াড়দের সম্পর্কে জানিয়েছেন, "এলিয়ান্দ্রো ডস সান্টোস গত সপ্তাহে প্রশিক্ষণের সময় চোট পায় এবং সে এখনো খেলার জন্য প্রস্তুত হয়ে ওঠেনি।"
সুমিত পাসির সম্পর্কে তিনি বলেন, "সুমিত পাসি গত তিনটি মরশুম রাইট-ব্যাক পজিশনে খেলেছে। সুমিত গত তিন বছর স্রাইকার পজিশনে খেলেনি। আমাদের সেন্ট্রাল ফরোয়ার্ড না থাকায় সুমিতকে সেন্ট্রাল ফরোয়ার্ডে খেলানো হয়। এর সাথে সুমিত পাসি রাইট মিডফিল্ডেও খেলেছে ,কারণ সেই জায়গায় খেলার মতো খেলোয়ারও আমাদের ছিলনা। আজ সে রাইট ব্যাক পজিশনে খেলেছে।" স্টিফেন জানান সুমিতের উচ্চতাকে তিনি আগামী দিনে কাজে লাগাতে চান।