জয় নেই, তবুও যুক্তি দিলেন স্টিফেন! নর্থইস্ট ম্যাচে অনিশ্চিত দুই বিদেশী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইন্ডিয়ান সুপার লিগে পর পর হার, কলকাতা লিগে জয়ের আশায় আজ খেলা দেখতে গেছিলেন লাল হলুদ সমর্থকরা। কিন্তু স্বস্তি ফিরলোনা শতাব্দী প্রাচীন ক্লাবে। কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচেও ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন ইস্টবেঙ্গল খেলোয়াড়রা। তবে হতাশ নন দলের প্রধান প্রশিক্ষক স্টিফেন কনস্ট্যানটাইন। আজ নৈহাটি স্টেডিয়ামে দলের খেলা দেখতে এসেছিলেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য রাখলেন স্টিফেন।
কনস্ট্যানটাইন জানালেন, "আমরা ৯০ মিনিট পেয়েছি এই খেলায়। আমি খেলোয়াড়দের পর্যবেক্ষণ করতে পেরেছি এই ম্যাচে।"
কলকাতা লিগের খেলা নিয়ে তার ইতিবাচক প্রতিক্রিয়া বেরিয়ে আসে তার কথায়। তিনি বলেন, "আমি মনে করি, যখন তুমি ম্যাচের ৬০ মিনিট ৯০ মিনিট পাও খেলার জন্য তখন তুমি তোমার প্রস্তুতি ভালভাবে সেরে নিতে পারো। কিছু খেলোয়াড় আইএসএলে ৯০ মিনিট খেলার সুযোগ পাচ্ছেননা তাদের জন্য এই ম্যাচ অত্যন্ত প্রয়োজনীয়। তাই এই খেলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। "
কলকাতা লিগের ম্যাচে খেলা ফুটবলাররা আইএসএলে সুযোগ পাবে কিনা জানতে চাওয়া হলে তিনি তৎক্ষনাৎ উত্তর দেন, "এই দলের ৬ জন খেলোয়াড় আইএসএলের প্রধান দলে খেলছেন!"
যদিও সুমিত পাসি, অতুল, জেসিন এবং অন্যান্য লাল হলুদ খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন করা হলে তার উত্তর তিনি কোনো কথা বলতে চাননি।
ডার্বি সম্পর্কে তিনি এই মুহূর্তে ভাবছেন না। তিনি জানান, "ডার্বি? কোন ডার্বি? আমাদের নর্থ ইস্টের সাথে খেলা আছে। সেই বিষয় প্রশ্ন করুন।"
এছাড়াও তিনি জানিয়েছেন তার দলে এখনো কিছু চোট আঘাতের সমস্যা রয়েছে। দলের দুই বিদেশি এলিয়ান্দ্রো এবং অ্যালেক্স লিমা অনিশ্চিত আগামী ম্যাচের জন্য। যদিও তারা দ্রুত ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে আসার চেষ্টা করছেন।