৪২ বছর পর ঐতিহ্যশালী সুব্রত কাপের খেতাব এল নাগাল্যান্ডে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যশালী সুব্রত কাপের ৬১তম সংস্করণের অনুর্ধ্ব ১৭ পুরুষ বিভাগের ফাইনাল। নয়াদিল্লির ভিমরাও আম্বেদকর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল নাগাল্যান্ডের ডিমাপুরের পিলগ্রিম হায়ার সেকেন্ডারি স্কুল ও চন্ডীগড়ের গভর্মেন্ট মডেল হায়ার সেকেন্ডারি স্কুল।
আর এই ফাইনালে চন্ডীগড়ের স্কুলকে ১-০ ফলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাগাল্যান্ডের পিলগ্রিম স্কুল। একমাত্র গোল করেন পিলগ্রিমের ছাত্র সেতুংচিম। বলা বাহুল্য, সেমি ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন এই সেতুংচিম। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আসে এই গোল।
আর এর জেরে ৪২ বছর পর, ভারতের উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডে এল সুব্রত কাপ খেতাব। এর আগে চলতি সুব্রত কাপে অনুর্ধ্ব ১৪ পুরুষ বিভাগে জয়ী হয়েছে মণিপুরের হেইরক এইচএস। আর অনুর্ধ্ব ১৭ মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঝাড়খন্ডের জুমলার সেন্ট প্যাট্রিকস স্কুল।
এই ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার চিফ এয়ার মার্শাল ভিআর চৌধুরী এবং টোকিও অলিম্পিকে রুপো পদকজয়ী কুস্তিগীর রবি দাহিয়া। বিজয়ী স্কুলগুলিকে ৩.৫০ লক্ষ টাকা ও রানার্স আপদের দুই লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হয়েছে। সেমি ফাইনালিস্ট ও কোয়ার্টার ফাইনালিস্টদের যথাক্রমে দেড় ও এক লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ফেয়ার প্লে পুরষ্কারের বিজয়ীরা পেয়েছে ৫০ হাজার টাকা। সেরা স্কুল ও সেরা খেলোয়াড় পেয়েছে ৪০ হাজার টাকা করে। এবং সেরা গোলকিপার ও সেরা কোচ পেয়েছে ২৫ হাজার টাকা করে।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে চন্ডীগড়ের গভর্মেন্ট মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের লেমেট টাংভা। সেরা গোলকিপার হয়েছে নাগাল্যান্ডের পিলগ্রিম হায়ার সেকেন্ডারি স্কুলের শোটোক নিখুই। সেরা কোচ হয়েছেন চন্ডীগড়ের গভর্মেন্ট মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অঙ্কুর খান্না। এবং ফেয়ার প্লে পুরষ্কার পেয়েছে ঝাড়খন্ডের চাবাসিয়ার ১০+২ জিলা স্কুল।