মাঠের বাইরের এই লড়াইয়ে মেসিকে টপকালেন রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সামনেই বিশ্বকাপ, আর এই টুর্নামেন্টে কে এগিয়ে থাকবেন, লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? এই বিতর্ক চলছেই। এবার মাঠের বাইরের এই বিশেষ লড়াইয়ে মেসিকে টেক্কা দিলেন রোনাল্ডো।
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সব থেকে প্রভাবশালী ফুটবলার হিসেবে স্বীকৃতি পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টেক্কা দিলেন আর্জেন্টাইন মহাতারকাকে। কিন্তু কিভাবে?
বিশিষ্ট ডেটা সংস্থা নিয়েলসেনের তথ্য অনুযায়ী এই রিপোর্ট সামনে এসেছে। এক্ষেত্রে ফুটবলারদের মোট ইনস্টাগ্রাম ফলোয়ার্স, ফলোয়ারদের বৃদ্ধি, এনগেজমেন্ট রেট এবং প্রতিটি পোস্টে গড় ব্র্যান্ড ভ্যালু ধরা হয়েছে।
ইনস্টাগ্রামে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকার ৪৮০ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, এদিকে মেসির রয়েছে ৩৬০ মিলিয়ন ফলোয়ার্স। তবে আশ্চর্যজনক বিষয়, গত ১২ মাএ মেসির ইনস্টাগ্রাম ভ্যালুতে প্রায় ৩৮ শতাংশ বৃদ্ধি এসেছে।
তবে এই বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের। ৯০ শতাংশ বৃদ্ধি হয়েছে ইনস্টাগ্রামে।