মরণ-বাঁচনের ম্যাচ নয় এল ক্লাসিকো! বার্সিলোনাকে সমীহ করে বার্তা কার্লো আনসেলোত্তির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার সান্তিয়াগো বার্নাবিউতে লা লিগায় আয়োজিত হবে বহু প্রতীক্ষিত এল ক্লাসিকো। এবং লা লিগায় শীর্ষে থাকা এফসি বার্সিলোনাকে আসনচ্যুত করতে মরিয়া থাকবে রিয়াল মাদ্রিদ। এবং এই ম্যাচকে ঘিরে আগ্রহ রয়েছে চরমে।
তবে রিয়াল মাদ্রিদের হেড কোচ কার্লো আনসেলোত্তি এই ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ। তিনি মনে করেন, এই ম্যাচটি অবশ্যই স্পেশ্যাল, তবে এর জন্য জীবন দিয়ে দেওয়ার কোনও মানে হয় না।
এই নিয়ে আনসেলোত্তি সাংবাদিক বৈঠকে বলেছেন, "এটি মরণ-বাঁচনের খেলা নয়। তবে হ্যাঁ, এটি একটি স্পেশ্যাল খেলা, একটি ক্লাসিকো, তবে মরশুম অনেক দীর্ঘ এবং এই ম্যাচটি অনেক আগে চলে এসেছে। যদিও, আমরা অবশ্যই জিততে চাই, আর সেই কারণে আমরা এটিকে অনেক বেশি উপভোগ করব। আমরা খুবই উচ্ছ্বসিত এমন একটি বড় ম্যাচের অংশ হতে পেরে।"
এদিকে লিগে বার্সিলোনার দুরন্ত ফর্মের প্রশংসা করেছেন আনসেলোত্তি। ইতালীয় এই প্রশিক্ষক বলেছেন, "ওরা এমন একটি দল যারা শুরু থেকে লিগে দুর্দান্ত ফল করে এসেছে। চ্যাম্পিয়ন্স লিগে কিছু সমস্যা হয়েছে ওদের, সমস্যা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তবে লা লিগায় ওরা দুর্দান্ত খেলছে।"
এদিকে আনসেলোত্তি জানিয়ে দিয়েছেন, চোট সারিয়ে এল ক্লাসিকোয় ফিরছেন তারকা ফরাসি ফরোয়ার্ড করিম বেঞ্জেমা। যদিও চোটের কারণে এল ক্লাসিকো খেলতে পারবেন না তারকা বেলজিয়ান গোলকিপার থিবো কুর্তোয়া।