ঘরের মাঠে এল ক্লাসিকো জয় রিয়াল মাদ্রিদের, শীর্ষস্থান থেকে সরল বার্সিলোনা

রিয়াল মাদ্রিদ - ৩ (করিম বেঞ্জেমা, ফেডেরিকো ভালভার্দে, রদ্রিগো - পেনাল্টি)
বার্সিলোনা - ১ (ফেরান টোরেস)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এল ক্লাসিকোয় ফেভারিট বলে কিছুই হয় না, লা লিগায় সাম্প্রতিক ফর্ম বিচার করলেও কোনও ফারাক নেই। তবে গত কয়েক বছরের ফারাকটা এবারের এল ক্লাসিকোয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাবিউতে এফসি বার্সিলোনার বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলল রিয়াল। ১২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট বাঁচান মার্ক আন্দ্রে টের স্টেগেন, কিন্তু রিবাউন্ডে গোল করেন করিম বেঞ্জেমা। এরপর ফের বেঞ্জেমা গোল করলে সেটি অফসাইডে বাতিল হয়।
হাফটাইমের বিরতির ১০ মিনিট আগে দ্বিতীয় গোল করে রিয়াল মাদ্রিদ, বক্সের বাইরে থেকে জায়গা পেয়ে গোল করেন উরুগুয়ের মিডফিল্ডার ফেডে ভালভার্দে।
এদিকে দ্বিতীয়ার্ধে ৮৩ মিনিটে গোল দিয়ে কামব্যাকের চেষ্টা করে বার্সিলোনা। আনসু ফাতি ও রবার্ট লেওয়ানডস্কির দুরন্ত খেলার সুযোগ নিয়ে গোল করেন ফেরান টোরেস। তবে পুনরায় রিয়াল চাপ দেয় বার্সার ডিফেন্সে। অতিরিক্ত সময়ে রদ্রিগোকে বক্সের মধ্যে ফাউল করেন সের্জিও বুসকেতস। ফলে পেনাল্টি দেয় রেফারি, যা থেকে রিয়ালের তৃতীয় গোল করেন রদ্রিগো।
আর এই জয়ের জেরে গত মরশুমে ঘরের মাঠে এল ক্লাসিকোয় ০-৪ ফলে হারের বদলা নিয়ে নিল রিয়াল মাদ্রিদ। আর এই হারের জেরে লা লিগার শীর্ষস্থান হারাল বার্সিলোনা, পুনরায় শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ।