বিশ্বকাপ চলাকালীন বাড়ি বসে কাজ করবেন সরকারী চাকুরীজীবীরা, বন্ধ স্কুলও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ। এবং এক দিকে যেমন ফুটবলপ্রেমীদের উৎসাহ তুঙ্গে উঠেছে, ঠিক তেমনই শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে আয়োজক দেশে। এমন পরিস্থিতিতে সে দেশের সরকার বিশ্বকাপ উপলক্ষ্যে নিল বড় সিদ্ধান্ত।
কাতার সরকার ঘোষণা করেছে, বিশ্বকাপ চলাকালীন সকল সরকারী চাকুরীজীবীরা বাড়িতে বসে কাজ করতে পারবেন। এমনকি, বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে সমস্ত সরকারী ও বেসরকারী স্কুলগুলির পঠনপাঠন দুই ঘন্টা কমিয়ে দেওয়া হবে। এবং বিশ্বকাপ শুরু হলে, সমস্ত স্কুলে ছুটি দেওয়া হবে।
এই সিদ্ধান্ত মূলত নেওয়া হয়েছে দেশে প্রচুর বিদেশী অতিথি আগমণের জন্য। আশা করা হচ্ছে, প্রায় ১২ লক্ষ মানুষ বিশ্বকাপ দেখতে আসবেন কাতারে, যা সে দেশের জনসংখ্যার অর্ধেক। আর এর ফলে যাতায়াত ও যানবাহনের বড় অসুবিধা হবে।
আর সেই কারণে দেশের সরকারী কর্মীদের আগামী ১ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর অবধি ৮০ শতাংশকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে কাতার সরকার। এবং ১-১৭ নভেম্বর কেবল দুপুর অবধি স্কুল চলবে, এবং তারপর থেকে ২২ ডিসেম্বর অবধি স্কুল ছুটি থাকবে।