বিশ্বকাপের জন্য বাড়ি ছাড়া হচ্ছেন কাতার বাসীরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সামনেই ফুটবল বিশ্বকাপ। গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা আগামী মাসে মিলিত হবেন কাতারে। আর এই সুযোগকেই কাজে লাগাতে চান কাতারের বাড়ির মালিকগণ। তাও মাত্র কয়েকদিনের নোটিশেই!
খবর অনুযায়ী, নভেম্বর এবং ডিসেম্বর মাসে টুর্নামেন্ট চলাকালীন ১০ লক্ষেরও বেশি মানুষ একত্রিত হবেন কাতারের রাজধানী দোহাতে। যা খহুদ্র সাগরীয় দেশ কাতারের জন্য যথেষ্ট চাপের বিষয়।
কাতারের বাড়ির মালিকদের কাছে নিজেদের বাড়িভাড়ার মুনাফা বাড়ানোর এমন সুবর্ণ সুযোগ আর আসবে না বুঝতে পেরে বর্তমান কাতারবাসীদের চট-জলদি বাড়ি ফাঁকা করে দেওয়ার নোটিশ ধরিয়ে দিচ্ছেন। কাতারবাসীদের কথা অনুযায়ী বাড়ির মালিকরা ভাড়া থাকা মানুষদের প্রতি কোনো রকম সমবেদনা দেখাচ্ছেনা। অনেকেই অভোগ জানাচ্ছেন যে তাঁরা অপমানিত হচ্ছেন এই ধরনের ঘটনায়। এমনকি কিছু কিছু কোম্পানি তাদের কর্মচারিদের জন্য দেওয়া ঘর-বাড়িও তাদের থেকে কেরে নিচ্ছে ফুটবল বিশ্বকাপে লাভ করবে বলে। তাদের অস্থায়ি বসস্থানে থাকতে বলা হচ্ছে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত।
বিশ্বকাপের সময় এতো মানুষকে কোথায় রাখা হবে এই ইয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও কাতারের তরফে নিশ্চিন্ত করা হচ্ছে যে বিদেশি পর্যটকদের জন্য থাকার জায়গার অভাব হবেনা।