দুরন্ত খেলা সত্ত্বেও কেন মেসিকে বেঞ্চে বসিয়ে দেওয়া হল? উত্তর দিলেন পিএসজি হেড কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শক্তিশালী প্যারিস সেইন্ট জার্মেইন আটকে গেল বেনফিকার কাছে। ২২ মিনিটে লিওনেল মেসির অনবদ্য গোলে এগিয়ে যায় পিএসজি, কিন্তু ড্যানিলো পেরেইরার আত্মঘাতী গোলে সমতা ফেরায় বেনফিকা।
এমন পরিস্থিতিতে একেবারে হঠাৎ করেই, ৮১ মিনিটে লিওনেল মেসিকে মাঠ থেকে তুলে নেন পিএসজি হেড কোচ ক্রিস্টোফার গল্টিয়ার, আর তার পরিবর্তে নামেন পাবলো সারাবিয়া। কিন্তু তা সত্ত্বেও জয় পেল না পিএসজি।
এবং এর জেরে প্রশ্ন উঠছে, ম্যাচে দুরন্ত খেলতে থাকা মেসিকে কেন সরিয়ে নিলেন গল্টিয়ার। অনেকেই মনে করছেন, পুরো ৯০ মিনিট খেললে মেসি জয় এনে দিতে পারতেন পিএসজিকে। এই নিয়ে ম্যাচের পর উত্তর দিলেন পিএসজির হেডস্যার।
গল্টিয়ার জানিয়েছেন, মেসি নিজেই পরিবর্তিত হওয়ার জন্য ইশারা করেছিলেন। এই নিয়ে গল্টিয়ার বলেছেন, "উনি ইশারা করছিলেন যে উনি পরিবর্তিত হতে চান। একটি দৌড় দেওয়ার পর, উনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। উনি উঠে এসেছিলেন কারণ উনি ক্লান্ত অনুভব করছিলেন, এবং একজন তরতাজা সতীর্থ ম্যাচের সেই মুহুর্তের জন্য প্রয়োজনীয় ছিল।"
বেনফিকার বিরুদ্ধে গোল করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে ৪০টি ভিন্ন দলের বিরুদ্ধে গোল করার নজির গড়লেন আর্জেন্টাইন বরপুত্র।