কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী প্রীতম, কি জানালেন পড়ুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ হিরো ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে পরাজয়ের পর বিশাল হতাশ সবুজ মেরুণ সদস্য-সমর্থকবৃন্দ। দেশের সেরা লিগের প্রথম ম্যাচে, ঘরের মাঠে চেন্নাইয়নের বিরুদ্ধে হারে জুয়ান ফেরান্দোর দল। ৮২ মিনিটে রহিম আলির গোলে তারা শূন্য হাতে মাঠ ছাড়ে। এটিকে মোহনবাগানের পরবর্তী খেলা কেরালা ব্লাস্টার্সের সাথে। মেরিনার্সরা এখন শুধু জয়ের আশায় অপেক্ষা করছেন।
অন্যদিকে কেরালা প্রথম ম্যাচে কলকাতার আরেক বড় দল ইস্টবেঙ্গলকে হারায় ৩-১ গোলে। আত্মবিশ্বাসী কেরালার সাথে তাদের মাঠে খেলতে যাওয়ার আগে আজ সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন সারেন এটিকে মোহনবাগানের খেলোয়াড়রা। আজ বিকেলে তাঁরা রওনা হচ্ছেন কোচির উদ্দেশ্যে।
প্রথম ম্যাচের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ভাল খেলার লক্ষ্যে সবুজ মেরুন দল। জয়ের পথে ফিরতে কী পরিকল্পনা দলের? এই বিষয় দেশের অন্যতম সেরা ও অভিজ্ঞ ফুটবলার প্রীতম কোটাল এটিকে মোহনবাগান মিডিয়া দলকে জানিয়েছেন, "ডার্বির আগে কেরল ম্যাচে ভালো ফল করাটা অত্যন্ত জরুরি। আমাদের পয়েন্ট পেতেই হবে। প্রথম লক্ষ্য তিন পয়েন্ট। ওরা গতবার ফাইনাল খেলেছিল। ওরা যথেষ্ট শক্তিশালী দল। আজ পর্যন্ত কেরালার সঙ্গে যত ম্যাচ খেলেছি সব ম্যাচই হাড্ডাহাড্ডি হয়েছে। এবারও আমাদের সেরাটা খেলে জিততে হবে। এই ম্যাচে তিন পয়েন্ট পেলে ডার্বির আগে পুরো দলের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।"
এছাড়াও প্রীতম জানিয়েছেন, "সবে আইএসএল শুরু হয়েছে। ঘরে মাঠে শুরুর ম্যাচটা জিততে পারলে ভালো হত। চেন্নাইনের বিরুদ্ধে যে ভাবে আমরা খেলাটা শুরু করেছিলাম তাতে মনে হয়েছিল বড় ব্যবধানে জিতব। কিন্তু এই মরশুমের শুরু থেকেই যে কোনও ম্যাচের শুরুটা ভাল করছি আমরা। গোলও করছি। কিন্তু শেষের দিকে মনসংযোগ রাখতে পারছিনা। সেজন্যই ম্যাচ জিততে পারছি না। এই রোগটা সারানোর জন্য চেষ্টা চলছে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি। কোচু আমাদের উদ্বুদ্ধ করছেন। ভুল, ত্রুটি শুধরে দিচ্ছেন।"
আত্মবিশ্বাসী মোহনবাগানের অন্যতম অধিনায়ক সবশেষে জানালেন, "প্রথম ম্যাচ হেরে গিয়েছি বলে কেরল ম্যাচে তার প্রভাব পরবে বলে আমি বিশ্বাস করি না। প্রতিযোগিতায় অন্যতম শক্তিশালী দল আমাদের। সবথেকে বড় কথা আমরা গোলের সুযোগ তৈরি করছি। গোলও পাচ্ছি, ভাল খেলছি। বল পজেশন, গোলমুখী শট বা পাসিং সব জায়গাতেই আমরা প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকছি। ফলে শেষ পর্যন্ত লক্ষ্য স্থির থাকলে এবং মনসংযোগ ঠিক রাখলে আমরা জয়ে ফিরবই। সব ঠিকঠাক থাকলে কেরল ম্যাচেই হয়তো দেখবেন যে, আমরা তিন পেয়ে শহরে ফিরছি।"