"ফলাফল আসল কাহিনী প্রকাশ করে না", বায়ার্নের কাছে হেরেও ইতিবাচক বার্সিলোনার এই তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুই হেভিওয়েট দলের লড়াই দেখা গিয়েছিল। আলিয়াঞ্জ এরিনায় মুখোমুখি হয়েছিল বার্সিলোনা ও বায়ার্ন মিউনিখ। আর সেই ম্যাচে ২-০ ফলে জয়ী হয় বায়ার্ন।
তবে ম্যাচের প্রথমার্ধে বার্সিলোনার দাপট ছিল দেখার মত। রবার্ট লেওয়ানডস্কি ও পেদ্রি সহ বার্সিলোনার একাধিক ফুটবলার গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেন। এবং দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোল করে সুযোগের সদ্ব্যবহার করে দেয় বায়ার্ন।
তবে এই ফলাফল নিয়ে চিন্তিত নন বার্সিলোনার প্রতিভাবান মিডফিল্ডার পেদ্রি। তিনি মনে করেন, এই ফলাফল ম্যাচের প্রকৃত কাহিনী প্রকাশ করে না।
ম্যাচের পর পেদ্রি বলেছেন, "এই ফলাফল আসল কাহিনী প্রকাশ করে না। আমাদের প্রথমার্ধের খেলা অনেক বেশি ভালো ছিল। আমাদের কাছে সুযোগ ছিল এগিয়ে যাওয়ার, তবে আপনি যদি বায়ার্নের মত বড় দলের বিরুদ্ধে সুযোগ হাতছাড়া করেন, তাহলে তার ফল ভোগ করতেই হবে। কর্নার থেকে আমাদের মার্কিংয়ের ভুলে ওরা এগিয়ে যায়।"
তবে শেষে পেদ্রি আশ্বাস দিয়ে বলেছেন, "এখন সময় এসেছে এগিয়ে যাওয়ার, আর মনে রাখার যে আমরা একটি দুর্দান্ত প্রথমার্ধের খেলা তৈরি করেছি।"
চলতি মরশুমে এটিই বার্সিলোনার প্রথম পরাজয়, এবং জাভি হেড কোচের দায়িত্ব নেওয়ার পর এটিই বার্সিলোনার প্রথম অ্যাওয়ে পরাজয়।