পাঁচ বছরের জন্য কারাবাসে যাওয়ার বড়সড় শাস্তির মুখে পড়লেন নেইমার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী মাসেই শুরু ফিফা বিশ্বকাপ, আর তার আগে পুরোপুরি ফোকাসড থাকতে চান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কিন্তু মাঠের বাইরের বড় কান্ডে জর্জরিত এই তারকা ফুটবলার। এবং এর জেরে পাঁচ বছরের কারাদন্ডের শাস্তি পেতে পারেন নেইমার।
আগামী সোমবার বার্সিলোনায় ট্রায়ালে দাঁড়াবেন নেইমার। কিন্তু কেন? ২০১৩ সালে স্যান্টোস থেকে বার্সিলোনায় নেইমারের ট্রান্সফারে উঠে এসেছে দূর্নীতির অভিযোগ। আর সেই কারণে ব্রাজিলিয়ান ইনভেস্টমেন্ট ফার্ম ডিআইএস, নেইমারের পাঁচ বছরের কারাবাসের শাস্তির জন্য বৃহস্পতিবার আবেদন করেছে।
সোমবারের ট্রায়ালে নেইমার ছাড়াও উপস্থিত থাকবেন নেইমারের পরিবার, বার্সিলোনার দুই প্রাক্তন সভাপতি জোসেপ বার্তোমেউ ও স্যান্দ্রো রোসেল এবং স্যান্টোসের প্রাক্তন সভাপতি ওডিলিও রডরিগেজ।
ডিআইএস সেই ট্রান্সফারের সময়ে নেইমারের স্বত্ত্বাধিকারের ৪০ শতাংশ অধিগ্রহণ করত। অর্থাৎ যে অর্থ নেইমার পাবেন, তার ৪০ শতাংশ অর্থ আসবে ডিআইএস-এর পকেটে। সেই মত, ২০১৩ সালে যখন নেইমারকে ৫৭.১ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেয় বার্সিলোনা, তখন মোট ৪০ মিলিয়ন ইউরো পায় নেইমারের পরিবার। আর সেখান থেকে ৪০ শতাংশ, অর্থাৎ ১৭.১ মিলিয়ন পায় ডিআইএস।
কিন্তু ডিআইএস-এর অভিযোগ, নেইমারের প্রকৃত মার্কেট ভ্যালুর অনেক কম অর্থ প্রদান করেছে বার্সিলোনা। আর সেই কারণে দূর্নীতির অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হয়েছে ডিআইএস। যদিও নেইমারের পক্ষের আইনজীবীর দাবি, নেইমারের স্ব-ইচ্ছায় এই ট্রান্সফারটি ঘটেছে।