ইস্টবেঙ্গলে যোগ দিতে চলা বিপিন সিংয়ের সম্মানে এই বড় কাজ করতে চলেছে মুম্বাই সিটি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন মরশুমে মুম্বাই সিটি থেকে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন অভিজ্ঞ উইঙ্গার বিপিন সিং। তবে বিদায়ের আগে নিজেদের ঘরের ছেলের জন্য এই বড় কাজ করতে চলেছে মুম্বাই। ক্লাবের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, বিপিনের জার্সি নম্বর ২৯-কে অবসর দিয়ে দেবে তারা।
এর আগে বিশ্ব ফুটবলে এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে কিংবদন্তি ফুটবলার ও ঘরের ছেলেদের জার্সি নম্বরকে অবসর করেছে ক্লাবগুলি। অর্থাৎ সেই জার্সি নম্বর পরবর্তী সময়ে কোনও খেলোয়াড় নিতে পারবে না। এবার সেই উদ্যোগই নিল মুম্বাই সিটি।
মুম্বাইয়ের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলেছেন বিপিন, ১৫৮টি ম্যাচে মোট ২৮টি গোল করেছেন তিনি। ২০১৮ সালে এটিকে থেকে আইল্যান্ডারদের যোগ দেন বিপিন। তারপর তাদের হয়ে জেতেন দুইটি আইএসএল কাপ ও দুইটি আইএসএল শিল্ড। ২০২০-২১ মরশুমে মুম্বাই সিটিকে আইএসএল দ্বিমুকুট জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিপিন।
ক্লাব ছাড়ার বিষয়ে বিপিন বলেছেন, "বিদায় জানানোটা কঠিন, তবে আমি হৃদয়ে একরাশ ভালোবাসা নিয়ে চলে যাব। গত সাত বছরে মুম্বাই সিটি আমার ঘর হয়ে উঠেছিল। এই ক্লাব আমায় সব কিছু দিয়েছে। আমার সমর্থক, সতীর্থ, কর্মী ও প্রত্যেকে যারা আমার এই সফরের সাথে জুড়ে ছিলেন, আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের জন্য ধন্যবাদ। মুম্বাই সিটি সব সময় আমার অংশ হয়ে থাকবে।"