১৫ লক্ষেরও বেশি মানুষ কাতারে প্রবেশের জন্য আবেদন করেছেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০ নভেম্বর,২০২২ থেকে শুরু হতে চলেছে ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর এখনো এক মাস বাকি কিন্তু বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের উন্মাদনা ইতিমধ্যেই লক্ষণীয়। গতকাল আয়োজক দেশ কাতারের তরফে জানানো হয় যে, বিশ্বকাপের জন্য প্রয়োজনীয়, বাধ্যতামূলক পাসের জন্য ১৫ লক্ষ মানুষ আবেদন করেছেন।
হায়া পাস সার্ভিসের প্রধান, সা আল-সুওয়াইডি বলেছেন, " ১৫ থেকে ১৭ লক্ষ মানুষ এই কার্ডের জন্য আবেদন করেছেন। কার্ডটি একই সাথে ভিসা, ম্যাচ টিকিট, যাতায়াতের টিকিট এবং কিছু ফ্যান জোনে প্রবেশ করার অনুমতির কাজ করে।"
কাতারে যাওয়া সকল ভ্রমণকারী মানুষ খেলা দেখতে যাক কিংবা না যাক, নভেম্বরের ১ তারিখ থেকে এই পাস নিজেদের কাছে রাখতেই হবে।
কাতার মনে করছে ১০ লক্ষেরও বেশি সমর্থক খেলা দেখতে আসবেন আগামী মাসে। এছাড়াও তাদের দেশের লাখ-লাখ মানুষও স্টেডিয়ামে যাবেন খেলা দেখতে।