ডুরান্ড কাপে মোহনবাগান দলের সম্ভাব্য সূচি জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আসন্ন ৩ আগস্ট থেকে শুরু হতে চলেছে ২০২৩ ডুরান্ড কাপ। তার আগে প্রকাশ্যে এল তিন প্রধানের সম্ভাব্য ম্যাচগুলির সময়সূচি। খসড়া সূচি অনুযায়ী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, বাংলার দুই বড় ক্লাব একই গ্রুপে খেলতে চলেছে। খবর অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নামতে চলেছে মোহনবাগান।
আরও পড়ুন- এই বিশেষ কারণের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে নির্বাচিত হননি রিঙ্কু সিং
শোনা যাচ্ছে যে, মোহনবাগান দল তাদের গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচই খেলবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। একনজরে দেখে নিন ডুরান্ড কাপে মোহনবাগান এসজির সম্ভাব্য সূচি।
৩ আগস্ট মোহনবাগান মুখোমুখি হতে পারে বাংলাদেশ সার্ভিসেসের। এরপর ৭ আগস্ট সবুজ মেরুণ ব্রিগেড মুখোমুখি হবে রাউন্ডগ্লাস পাঞ্জাব দলের। ১২ আগস্ট মোহনবাগান মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল দলের।