পিছিয়ে গেল মহামেডানের ম্যাচ, ক্ষিপ্ত মহামেডান কর্মকর্তারা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ৬ জুলাই, বুধবার কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে নামার কথা ছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের। সেই অনুযায়ী প্রধান প্রশিক্ষক মেহরাজউদ্দিন ওয়াডু এবং সহ প্রশিক্ষক শাহিদ রামনের প্রশিক্ষণে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছিল মহামেডান দল। নিজেদের ঘরের মাঠে সমর্থকদের মাঝে খেলতে নামার জন্য মুখিয়ে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মহামেডান। তবে খবর অনুযায়ী, ৬ জুলাই মহামেডান বনাম ইউনাইটেড স্পোর্টসের ম্যাচটি বাতিল হতে চলেছে।
আরও পড়ুন- কলকাতা লিগে ফিরেই মন জিতে নিল মোহনবাগানের তরুণরা
সামনেই পঞ্চায়েত ভোট, এবং বাংলার পুলিশবাহিনীকে স্বাভাবিকভাবেই চলে যেতে হবে ভোটের কাজে। এবং শোনা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ পুলিশ না পাওয়ার কারণেই বাতিল হতে চলেছে কলকাতা লিগের এই ম্যাচ।
ম্যাচ ভেস্তে যাওয়ার কারণে ক্ষিপ্ত মহামেডান ম্যানেজমেন্টও। দীর্ঘদিন আগে পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা হয়ে গিয়েছিল, তারপরেও কেন এই সময় ম্যাচ রাখা হল এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন কর্মকর্তারা।
৬ জুলাইয়ের এই ম্যাচ আবার কবে হবে সেই তারিখ যদিও ঘোষণা হয়নি এখনও।