ডুরাণ্ডের সেমিফাইনালে বাংলার ফুটবলের পতাকা নিয়ে এগোল মহামেডান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ম্যাচ জুড়ে প্রশ্নাতীত প্রাধান্য নিয়ে খেলে জয় এলো মহামেডানের। ডুরান্ড কাপে গত মরসুমে যেখানে শেষ করেছিল তারা, ঠিক সেখান থেকেই যেন শুরু এবারের ডুরান্ড। গ্রুপ লিগে যে নান্দনিক ফুটবল উপহার দিয়েছে তারা কোয়ার্টার ফাইনালেও সেই নান্দনিক ও কার্যকরী ফুটবল উপহার দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটালো সাদাকালো ব্রিগেড। প্রথমার্ধ জুড়ে মাঝমাঠ দাপালেন আজহারউদ্দিন, ফাইয়াজ, মার্কাস জোসেফরা। প্রথম গোল এলো ফাইয়াজের পা থেকে লো হাইটের ক্রস গোলে ঠেলতে ভুললেন না ফাইয়াজ। প্রথমার্ধেই একাধিক গোল হতে পারত। কেরালা ব্লাস্টার্স সেভাবে সুযোগ তৈরিতে ব্যর্থ।
মাঝমাঠে প্রথমার্ধে ভাল খেলা নুরুদ্দিনকে তুলে দাউদাকে নামলেন কোচ আন্দ্রে। কিন লুইস নামলেন গোপীর জায়গায়। খেলা আরো ক্ষুরধার হল। মার্কাস দাউদা জুটি প্রথম দিন থেকেই হিট। ফাইয়াজের থ্রু ধরে বল গোলে ঠেলতে ভুললেন না আবিওলা দাউদা।
তিন নম্বর গোলটাও এল দাউদার মাথা ছুঁয়ে। অভিষেক আম্বেকরের মাপা ক্রস দুরন্ত হেডে গোল করলেন নাইজেরীয় নাম্বার নাইন। সেই সঙ্গে ডুরাণ্ড সেমি ফাইনালে সাদাকালো শিবির।