এটিকে মোহনবাগানের কলকাতা লিগ না খেলা নিয়ে বড় খোঁচা দিলেন মহমেডানের ইনভেস্টর প্রধান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত শনিবার আইএফএকে চিঠি দিয়ে এটিকে মোহনবাগান জানায়, এফএসডিএল অনুমতি না দেওয়ায় কলকাতা লিগ খেলতে পারবে না তারা। আর এই নিয়ে সমালোচনা শুরু হয় বাংলা ফুটবল মহলে।
এই পরিস্থিতিতে এবার এটিকে মোহনবাগানের কলকাতা লিগ না খেলা নিয়ে খোঁচা দিলেন মহমেডানের ইনভেস্টর বাঙ্কারহিলের কর্তা দীপক কুমার সিং। নিজের সোশ্যাল মিডিয়ায় সবুজ-মেরুণ ব্রিগেডের বিদেশীদের নিয়ে বড় বার্তা দিলেন দীপক।
সোমবার যখন মহমেডান কলকাতা লিগের সুপার সিক্স পর্বে নেমেছিল এরিয়ানের বিরুদ্ধে, তখন এটিকে মোহনবাগানের দুই বিদেশী জনি কাউকো ও ফ্লোরেন্টিন পোগবা হাজির ছিলেন সুরুচি সংঘের পুজো উদ্বোধনে। ঢাক বাজাতে দেখা যায় কাউকো-পোগবাকে।
আর এই নিয়ে দীপক কুমার সিং নিজের ফেসবুকে লিখেছেন, "সত্যিই কি তাদের কলকাতার প্রধান বলা উচিত?" আর এই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বলা বাহুল্য, এরিয়ানের বিরুদ্ধে কল্যাণীতে ৩-০ ফলে জিতেছে মহমেডান স্পোর্টিং ক্লাব।
দেখুন সেই পোস্ট -