সতীর্থ হারাচ্ছেন এমবাপ্পে! পিএসজি ছাড়ার গুজব রটতেই ক্ষুব্ধ অন্যান্য খেলোয়াড়রা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কিলিয়ান এমবাপ্পের জন্য বর্তমান সময় মোটেই ভালো যাচ্ছেনা। সম্প্রতি গুজব রটেছে যে তিনি তার ফুটবল ক্লাব পিএসজি ছাড়তে চলেছেন আগামী ট্রান্সফার উইন্ডোতে। গতবার দলবদলের বাজারে তিনিই ছিলেন প্রধান শিরোনাম। গোটা বিশ্ব একপ্রকার ধরেই নিয়েছিল যে, তিনি যাচ্ছেন স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদে। বারংবার সেই ইংগিত দেওয়ার পরেও শেষ মুহূর্তে তিনি রয়ে যান ফ্রেঞ্চ ক্লাবেই।
এমবাপ্পের প্যারিসের ক্লাবে থেকে যাওয়ায় পিএসজির অন্যান্য খেলোয়াড়রা হয়েছিলেন খুশি। সোশ্যাল মিডিয়ায় তাঁরা বিভিন্ন ধরনের পোস্ট করে বাহবাও জানিয়েছিলেন এমবাপ্পেকে। তবে বিশ্বকাপ জয়ী এই তরুণ খেলোয়াড় জানুয়ারি মাসে দলবদল করতে পারে জানার পরেই তার সতীর্থরা হতাশ হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে যে, এমবাপ্পের সাথে পিএসজি বোর্ডের সম্পর্ক খুব একটা ভালো অবস্থায় নেই। এবং তিনি তার ক্লাবের প্রতি এতোটাই অখুশি যে তাকে খুশি করা পিএসজির কর্মকর্তাদের পক্ষে একপ্রকার অসম্ভব।
অন্যদিকে নতুন চুক্তিপত্র সই করার পর দিয়েই এমবাপ্পের বন্ধু এবং ক্লাবের সতীর্থরা তার পাশ থেকে ধীরে ধীরে সরে আসেন। তাঁরা মনে করেন নতুন চুক্তির পর কিলিয়ানের পিএসজি ক্লাবের উপর ক্ষমতা ও দখল দরকারের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। এছাড়াও কিছুদিন আগেই ব্রাজিল তারকা নেইমারের সাথে তার বিবাদ গোটা বিশ্বের সামনে ধরা পরে।
শোনা যাচ্ছে, যেহেতু নেইমার এবং মেসি এই মরশুমে অসাধারণ ফর্মে আছেন, তাই তাদের পক্ষই নিচ্ছেন অধিনায়ক মার্কুইনহোস এবং অন্যান্য স্প্যানিশ ভাষী খেলোয়াড়রা। যদিও এমবাপ্পের ফর্ম মেসি বা নেইমারের তুলনায় কোনো অংশে কম নয়। এই মরশুমে তিনি ইতিমধ্যে ১২টি গোল করে ফেলেছেন।
যদিও পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস দাবি করেছেন এমবাপ্পের পিএসজি ছাড়ার খবরটি একদমই ভুয়ো।