মারাদোনার 'হ্যান্ড অফ গড' এর ফুটবল বিক্রী হতে চলেছে প্রায় ২৮ কোটি টাকায়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফুটবল জগতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো আর্মান্দো মারাদোনা, তার ফুটবল জীবনে অসংখ্য মুহূর্ত তৈরী করে গেছেন যেগুলি ইতিহাসের পাতায় সারাজীবন থেকে যাবে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা হল ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত "হ্যান্ড অফ গড"! এবার সেই হ্যান্ড অফ গড অর্থাৎ মারাদোনার ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে করা গোলটির ফুটবলটি নিলামে উঠতে চলেছে।
অনুমান করা হচ্ছে যে ফুটবলটির ৩ মিলিয়ন ইউরো পর্যন্ত দাম উঠতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকা দাম। অ্যাডিডাসের অ্যাজটেকা বলটি তুনিসিয়ার রেফারি আলি বিন নাসিরের কাছে রয়েছে। নাসির হলেন সেই রেফারি যিনি সেই বিতর্কিত গোলটি গ্রাহ্য করে। এই গোলের সুবাদেই আর্জেন্টিনা ২-১ গোলে জয় লাভ করে সেই ম্যাচ। ৭৯ বছর বয়সী নাসির এতো বছর পর এই ঐতিহাসিক বলটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।
নাসির এই সিদ্ধান্ত নিয়েছেন মারাদোনার জার্সি ৭ মিলিয়ন ইউরোতে বিক্রি হতে দেখার পর। সেই বিতর্কিত গোল নিয়ে নাসির বলেছেন, "ফিফা সেই বিশ্বকাপ শুরুর আগে নতুন নিয়ম চালু করেছিল। যেখানে রেফারিকে লাইন্সম্যানের থেকে গোল নিশ্চিতকরণ করতে হয়। সেই গোলের পর আমি লাইন্সম্যানের দিকে তাকিয়েছিলাম, সে ততক্ষণে মাঝমাঠে চলে এসেছিল গোলের সম্মতি জানিয়ে।"
নাসির আরও জানিয়েছেন, "ম্যাচ শেষে সেইসময়ের ইংল্যান্ড হেড কোচ ববি রবসন আমায় বলেছিলেন 'তুমি ভাল কাজ করেছো, কিন্তু লাইন্সম্যান দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন।' "
গ্রাহাম বাড্ড অকশনের অ্যাডাম গ্যাস্কইন জানিয়েছেন যে এই ফুটবলটি বেশ ভালো দাম পাবে, কারণ ১৯৮৬ বিশ্বকাপে একটি ম্যাচ একটি বল দিয়েই খেলা হত। এখনকার দিনের মতো অসংখ্য বল ব্যবহার করা হতনা। ফলে এই বল দিয়েই যে মারাদোনা হাত দিয়ে গোল করেছিলেন তা একপ্রকার নিশ্চিত।