দল ছাড়ছেন এমবাপ্পে? কি বলছে পিএসজি, জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পিএসজি দলের বিশ্বকাপজয়ী তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ইতিমধ্যেই ফুটবল জগতের সুপারস্টার। ফ্রান্সের এই তারকা খেলোয়াড় ২৪ বছর বয়সেই ক্লাব ও দেশের হয়ে অনেক রেকর্ড গড়েছেন। গতকাল বেনফিকার বিরুদ্ধে ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে তিনি আরও এক নতুন রেকর্ডের অধিকারী হলেন। বেনফিকার বিরুদ্ধে তার এটি পিএসজির হয়ে ৩১ তম চ্যাম্পিয়নস লিগ গোল। যা পিএসজি ক্লাবের হয়ে সর্বোচ্চ। এর আগে এডিন্সন কাভানি ৩০ গোলের সাথে এই রেকর্ডের অধিকারী ছিলেন।
তবে মাঠে নেমে সে এই মুহূর্তের অন্যতম সেরা খেলোয়াড় হলেও মাঠের বাইরে তিনি এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। গত ট্রান্সফার সিজনে, একসময় পর্যন্ত গোটা বিশ্ব মনে করছিল তিনি স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। তিনি বারংবার সেই ইংগিতও দিয়েছিলেন। তবে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে তিনি ঘোষণা করেন যে তিনি থাকছেন পিএসজিতেই। এরপরেই তাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় ফুটবল মহলে।
সবাইকে চমকে দিয়ে আসন্ন ট্রান্সফার উইন্ডোতেও তিনিই আলোচনার প্রধান বিষয়। সম্প্রতি পিএসজির অন্দরমহলের সূত্রে জানা গেছে যে এমবাপ্পে পিএসজিতে সুখী নয়। গত ট্রান্সফার উইন্ডোতে মাদ্রিদ ও লিভারপুলের লোভনীয় অফার ফিরিয়ে দিয়ে, পিএসজির হয়ে তিন বছরের নতুন চুক্তি সই করেছিলেন তিনি।
ফলস্বরূপ বিশেষজ্ঞ থেকে সমর্থক সকলেই ভেবে নিয়েছিল যে ফ্রান্সেই খুশি এম্বাপ্পে। কিন্তু কয়েক মাস যেতেই তার মোহভঙ্গ হয়।
কিন্তু তিনি যদি ফুটবল ক্লাব বদল করতে চান, তাকে কিনতে গেলে কতো খরচ করতে হবে ফুটবল জায়েন্টদের? খবর অনুযায়ী, এমবাপ্পের মার্কেটে দাম ৩০০ থেকে ৩৫০ মিলিয়ন ইউরো। যদি কোনো ক্লাব এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে ফ্রেঞ্চ তারকাকে সই করায়, তাহলে সেটি হবে ফুটবল বিশ্বের সর্বকালে সবচেয়ে ব্যায়বহুল ডিল। প্রসঙ্গত, ২০১৭ সালে ব্রাজিল তারকা নেইমারকে বার্সেলোনা থেকে সই করাতে পিএসজিকে খরচ করতে হয়েছিল ২২২ মিলিয়ন ইউরো।
শোনা যাচ্ছে যে, এমবাপ্পের প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদ। গত ট্রান্সফার উইন্ডোতে যে সাইনিং সম্ভব হয়নি তা তিনি এবার করতে চান। তবে গতবছরের ধাক্কার পর রিয়াল মাদ্রিদ তাকে আর সই করাতে ইচ্ছুক কি না তা এখনো জানা যায়নি।
অন্যদিকে, পিএসজির তরফে এমবাপ্পেকে ছাড়তে প্রস্তুত নয় বলে জানিয়েছে। এখন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এমবাপ্পে পিএসজিতেই থাকবে, না অন্য দলে যোগ দেবে তা জানার জন্য সকলকে অপেক্ষা করতেই হবে। কিন্তু জানুয়ারিতে ট্রেন্ডিং-এ আরও একবার কিলিয়ানকে দেখা যাবে তা বলাই যায়।