পরিশ্রম ছাড়া রাস্তা নেই, বুঝে গেছেন ফেরান্দো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের এই মরশুমের শুরুটা খুব একটা ভাল হয়নি সবুজ মেরুণ দলের জন্য। প্রথম ম্যাচে ঘরের মাঠে চেন্নাইনের বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত হয় জুয়ান ফেরান্দোর দল। আগামীকাল জুয়ানের এটিকে মোহনবাগান কেরালার মাঠে খেলতে নামছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, যারা তাদের প্রথম ম্যাচে কলকাতার আরেক বড় দল ইস্টবেঙ্গলকে হারিয়ে লিগ শুরু করেছে।
কেরালার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে ফেরান্দো তাঁর খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসী। মরশুমের শুরুতে এএফসি কাপ, ডুরান্ড কাপে ফলপ্রসু ফলাফল না পেলেও তিনি মনে করেন তাঁর দল অনেক প্রতিভাবান এবং তাঁরা ভবিষ্যতে ভাল খেলবে।
আইএসএলের ওয়েবসাইটে তাঁর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। যেখানে কেরালা ব্লাস্টার্স সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি মনে করি এই ম্যাচ দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেরালার আবহ অসাধারণ। আমরা তিন পয়েন্ট অর্জন করতে এখানে এসেছি এবং তারাও ৩ পয়েন্ট চায়। তাই একটি দারুন ম্যাচ হতে চলেছে।"
রয় কৃষ্ণাকে হারানো তাঁর দলকে প্রভাবিত করছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, "ফুটবল এমন একটি খেলা যেখানে জায়গা তৈরী করতে হবে এবং সেই জায়গাকে কাজে লাগাতে হবে। আমার কাছে এটা গুরুত্বপূর্ণ নয় যে কে গোল করছে। আমাদের দল অনেক সুযোগ তৈরী করছে কিন্তু গোল করতে আমরা ব্যার্থ হচ্ছি। আমি আমার দলকে ১০০% বিশ্বাস করি আমি জানি তাঁরা বিপক্ষের গোলরক্ষকের বিরুদ্ধে এর থেকেও বেশি আক্রমণ করতে পারবে।"
প্রথম ম্যাচে ভালো খেলেও হেরে যাওয়া নিয়ে তিনি বলেন, "এটাই ফুটবল, আমরা হতাশ হলেও তা মেনে নিতে হবে।কখন হেরেছি বা জিতেছি প্রয়োজনীয় নয়। কেন হেরেছি বা জিতেছি সেটা বেশি গুরুত্বপুর্ণ। যখন আপনি হারতে থাকবেন তখন আপনি ভয় পেয়ে যাবেন, আপনার আত্মবিশ্বাস কমে যাবে, এটাই আসল কারণ। তবে আমার ভরসা আছে আমার দলের উপর।"
পোগবাকে প্রথমদিন না খেলানো নিয়ে তিনি বলেন, "আমার দলে ছয়জন বিদেশি খেলোয়াড় আছেন। আমি প্রয়োজন অনুযায়ী তাদের খেলাই। কেরালার বিরুদ্ধেও আমি প্রয়োজন অনুযায়ী দল নামাবো। পোগবা হয়তো শুরুর কয়েক ম্যাচ খেলবেন না, তবে এমনও হতে পারে তিনি বাকি মরশুমের সব গুরুত্বপূর্ণ ম্যাচ খেললো। সব কিছুই নির্ভর করছে দলের পরিকল্পনার উপর।"