হয়তো একদিন ফেলুদায় অভিনয় করব - বার্তা বার্থডে বয় ইস্টবেঙ্গলের ডোহার্টির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইস্টবেঙ্গল দলের অন্যতম প্রধান খেলোয়াড় তথা মিডফিল্ডার জর্ডান ও'ডোহার্টির আজ, ১৪ই অক্টোবর জন্মদিন। আর এই শুভ দিনেই শতাব্দী প্রাচীন ক্লাব, ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া থেকে 'মন্ত্র মশালা' নামক একটি প্রোগ্রামের শর্ট পাস নামক ভিডিওতে ডোহার্টির অজানা কথা তুলে ধরা হয়। যেখানে ডোহার্টির প্রিয় খেলোয়াড় থেকে শুরু করে কলকাতা ডার্বি সম্পর্কে তার কি মত, সব কিছুই জানা যায়।
ভিডিওতে প্রথমে লাল হলুদ মিডফিল্ডারকে বলতে শোনা যায় যে তার ফুটবল আইডল লিওনেল মেসি। তিনি বলেন, "আমার প্রিয় খেলোয়াড় মেসি। উনি অসাধারণ এবং আমার মতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুটবলার। আমি ওনার মত খেলতে চাই।"
তারপর তাকে কলকাতার কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমার ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়ার খুব ইচ্ছে আছে। ওখানকার বাগানে আমি ঘুরতে চাই এবং সেই স্থাপত্যের সৌন্দর্য্য উপভোগ করতে চাই।" ডোহার্টির প্রিয় অভিনেত্রী হলেন অস্ট্রেলিয়ার মার্গট রবি এবং ভারতীয় অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাডুকোনকে তার পছন্দ।
এরপর তিনি কলকাতা ডার্বি নিয়ে কথা বলেন, যেখানে তিনি বলেন, "আমি শুনেছি এই ডার্বি হল এশিয়ার বৃহত্তম ডার্বি এবং এই ম্যাচ নিয়ে আমি বেশ উত্তেজিত।" তাঁর প্রিয় ইউরোপিয়ান ফুটবল দল হল বার্সেলোনা।
ডোহার্টির প্রিয় ক্রিকেটার হলেন শেন ওয়ার্ন। তাঁর মতে শেন ওয়ার্নের মতো স্পিনার আর কেউ নেই। ভারতীয় দের মধ্যে তার পছন্দ বিরাট কোহলিকে।
তাকে অনেকটা ফেলুদার মতো দেখতে, এই কথা তাকে অনেকেই বলেন। এই বিষয় তিনি বলেন, "আমার ইচ্ছে একদিন ফেলুদা সিরিজে ওনার সাথে অভিনয় করার।"
সবশেষে তিনি আনন্দের মন্ত্র জানান সবাইকে। তিনি বলেন, "আমার মতে জীবনকে কোনো দিনই এতো গম্ভীর ভাবে নেওয়ার প্রয়োজন নেই বরং প্রিয়জনদের সাথে উপভোগ করা উচিত।"