আইএসএলের আগেই ইডেনে দামামা বাজল কলকাতা ডার্বির, মুখোমুখি ব্যারেটো-মেহতাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ৭০-৮০ এর দশকে ইডেন গার্ডেন্সে রমরমিয়ে হত বড় ম্যাচ, এখন না হয় যুবভারতী ক্রীড়াঙ্গনই বাংলার ফুটবলের পীঠস্থান হয়ে গিয়েছে। তবে আবারও ইডেনে দামামা বাজল বড় ম্যাচের।
মুখোমুখি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। মুখোমুখি দুই প্রধানের দুই ঘরের ছেলে মেহতাব হোসেন ও জোসে র্যামিরেজ ব্যারেটো। আর তাদের মাঝে ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি। কিন্তু কেন?
আসলে এ সবের আয়োজন হয়েছে আসন্ন আইএসএলের প্রোমো শুটের জন্য। আইএসএলের প্রোমো শুটের জন্য সমর্থকদের নিয়ে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের জার্সি পড়ে আসেন যথাক্রমে মেহতাব হোসেন ও ব্যারেটো।
এবং আইএসএলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এই প্রোমো শুটে রয়েছেন বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আগামী কয়েক দিনের মধ্যেই এই প্রোমোর ভিডিও চলে আসবে সম্প্রচারে।
আইএসএলের ইতিহাসে এই প্রথমবার কলকাতা ডার্বি আয়োজিত হবে কলকাতায়, হাজারো সমর্থকদের মাঝে। চলতি বছরের ২৯ অক্টোবর ও ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি আয়োজিত হবে আইএসএলের কলকাতা ডার্বি।