ভারতীয় দল প্রযুক্তিগত ভাবে অন্যান্য দলের থেকে অনেক পিছিয়ে, জানালেন কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ১১ই অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হয়েছে অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ। গ্রুপ 'এ' তে রয়েছে ভারতীয় মহিলা ফুটবল দল, যেখানে তাদের খেলতে হবে ব্রাজিল, আমেরিকা এবং মরোক্কোর অনুর্ধ্ব ১৭ দলের বিরুদ্ধে। ব্রাজিল এবং আমেরিকার মতো শক্তিশালী দল একই গ্রুপে থাকায় দেশবাসীরা খুব বেশি দূর না ভাবলেও, অনুর্ধ্ব ১৭ মহিলা দল ভাল ফুটবল উপহার দেবে এই আশা করেছিল।
কিন্তু প্রথম ম্যাচেই ৮-০ গোলে আমেরিকার কাছে হারার পর সকলেই খুব হতাশ হন। এরপর দ্বিতীয় ম্যাচে মরোক্কোর বিরুদ্ধে ভারত পরাজিত হয় ৩-০ গোলে। গ্রুপের শেষ ম্যাচ ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামার আগে কোচ থমাস ডেনার্বি জানান ভারতীয় দল প্রযুক্তিগত ভাবে অন্যান্য দলের থেকে অনেক পিছিয়ে।
ডেনার্বি জানান, "আমি আমার খেলোয়াড়দের আগেরদিনের খেলা নিয়ে গর্বিত, কিন্তু খেলার ফলাফল নিয়ে আমি অখুশি। তবে তাঁরা মাঠে তাদের সেরাটা দিয়েছে।"
তিনি আরও বলেন, "আমি জানি আমরা ইতিমধ্যেই টুর্নামেন্টের বাইরে কিন্তু যেভাবে আমার খেলোয়াড়রা লড়াই করেছে তাতে আমি খুশি। আমাদের ফিটনেস নিয়ে কোনো সমস্যা ছিলনা কিন্তু প্রযুক্তিগত ভাবে সেই পর্যায়ে আমরা ছিলাম না। এই জায়গাতেই আমাদের আরও কঠোড় পরিশ্রম করতে হবে। ফুটবল প্রধানত স্কিলফুল একটি খেলা যেখানে আমাদের কিছুটা কাজ করতে হবে। এবং এটাই সত্যি।"