অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্বপ্নভঙ্গ, বিপর্যয়ের কারণ জানালেন কোচ ডেনারবি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক স্বপ্ন দেখার আগেই স্বপ্ন ভঙ্গ ভারতীয় অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল দলের। ১১ অক্টোবর অর্থাৎ গতকাল থেকে ভারতের মাটিতে শুরু হয়েছে ফিফা অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামে দেশের প্রতিভাবান তরুনী ফুটবলাররা।
গোটা দেশের মানুষ যখন ভালো কিছুর আশায় অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, তখন প্রথম ম্যাচের প্রথম অর্ধেই আমেরিকার বিরুদ্ধে মুখ থুবড়ে পরে দেশের মহিলা ফুটবল দল। ৯০ মিনিট শেষে খেলার ফলাফল ৮-০।
ভারতীয় মহিলা ফুটবল দলের এমন হতাশাজনক ফলাফলের পর অনেকেই প্রশ্ন তুলতে থাকেন দলের সুইডিশ কোচ থমাস ডেনারবির ভূমিকা নিয়ে। এমন ফলাফলের আসল কারণ কী? সে সম্পর্কে থমাস মিডিয়ার সামনে বিস্তারিত জানান।
থমাস তাদের পরাজয়ের প্রধান কারণ হিসেবে খেলার শুরুতেই অনুর্ধ্ব-১৭ ফুটবলারদের ভুলভ্রান্তিকে তুলে ধরেন। ভুবনেশ্বরে হওয়া এই ওপেনিং ম্যাচে ভারতীয় দলের শুরুতেই ভুলভ্রান্তির কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, "আমরা বিশ্বের সবচেয়ে সেরা দলের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম এবং ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত কঠিন একটি ম্যাচ ছিল। ফলে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস কম ছিল এবং তারা সঠিক ভাবে বল পাস করতে পারছিলনা এবং আমাদের দলের বিল্ড আপ তৈরী হয়ে ওঠেনি। ম্যাচের শুরুতেই কিছু ভুলভ্রান্তি খেলার ফলাফল ঠিক করে দেয়।
তিনি আরও জানান, "
আমাদের ফুটবলাররা প্রথমবার বিশ্বকাপের মতো এতো বড় একটি ম্যাচ খেলতে নামে, ফলে এতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তারা কিছুটা ঘাবড়ে যায়।"
USA ম্যাচের প্রথম হাফেই ৫ গোলের লিড নিয়ে নেয়। কোচ ডেনারবি এবং দলের ক্যাপ্টেন ওরাওঁ জানান তারা এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছেন যা ভবিষ্যতে ভারতীয় মহিলা ফুটবল দলের কাজে আসবে। আগামী বিশ্বকাপের ম্যাচগুলোয় তারা ভালো ফলাফলের চেষ্টা করবেন।