কলকাতা লিগে এটিকে মোহনবাগানের খেলার সুবিধা করে দিলেন ইগর স্টিম্যাচরা, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা লিগের সুপার সিক্স পর্বে কি খেলবে এটিকে মোহনবাগান? এই নিয়ে আশঙ্কা ও জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু এবার সেই আশঙ্কাকে অনেকটাই কমিয়ে দিল খোদ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও ভারতীয় দল। কিভাবে? চলুন জেনে নিই।
আসন্ন ভিয়েতনাম সফরে সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। আর সেখানে এটিকে মোহনবাগানের তরফ থেকে কেবল তিনজন ফুটবলার সুযোগ পেয়েছেন। তারা হলেন, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ন ও দীপক টাংরি।
এদিকে আশ্চর্যজনকভাবে, এই দলে সুযোগ পেলেন না আশিস রাই, শুভাশিস বসু, মনবীর সিং, প্রীতম কোটালদের মত তারকা ফুটবলাররা, যারা গত এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে জাতীয় দলের অংশ ছিলেন।
ফলে একপ্রকার ধরে নেওয়া যায়, এটিকে মোহনবাগানের কলকাতা লিগে খেলার সুবিধা করে দিতে এই দল বাছল ভারতীয় ফুটবল দল। বলা বাহুল্য, কয়েক দিন আগে এটিকে মোহনবাগানের এই জটিলতার বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের সাথে আলোচনা করে আইএফএ। আর তারপরেই এল এই দল ঘোষণা।
এর ফলে এটিকে মোহনবাগানের হাতে থাকবে মোট ২৫ জন খেলোয়াড়। যার মধ্যে দুজন বিদেশী ও একজন গোলকিপারকে বসাতে হবে, যেহেতু আইএফএর নিয়ম অনুযায়ী চারজন বিদেশী ও তিনজন গোলকিপার দলে নথিভুক্ত করা যাবে। ফলে সেই সংখ্যা আসবে ২২-এ। ফলে এটিকে মোহনবাগানের কলকাতা লিগে খেলার বিষয়ে অনিশ্চয়তা থাকল না, তা বলাই যায়।