স্পনসরশিপ নিয়ে দ্বন্দ্ব লাগল আইএফএর সংসারে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নতুন কর্মসমিতি আসার পর থেকে, বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএর সংসারে নানা বিতর্ক উঠে এসেছে। দাফানিউস থেকে শুরু করে কলকাতা লিগের আয়োজন - বারবার আইএফএ বিতর্কের শিরোনামে থেকেছে। এবার ফের বিতর্ক এল আইএফএর সংসারে।
এবারের বিতর্ক স্পনসরশিপকে ঘিরে। বুধবার সাংবাদিক বৈঠক করে আইএফএ চলতি কলকাতা লিগের সুপার সিক্স পর্বের জন্য নতুন স্পনসর হিসেবে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির নাম ঘোষণা করে। এবং এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আইএফএরই অন্দরমহলে।
আইএফএর সহ সভাপতি সৌরভ পাল এক্সট্রা টাইম বাংলাকে দেওয়া বিশেষ ফোনালাপে জানিয়েছেন, কেবল সভাপতি ও সচিবই এই স্পনসরশিপের বিষয়ে জানতেন। এবং সাংবাদিকদের কাছ থেকে এই বিষয়ে জেনেছেন আইএফএর বাকি কর্মকর্তারা।
এবং আইএফএ সহ সভাপতি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বাকি কর্মকর্তারা মিলে এই বিষয়ে আইনি নোটিস পাঠাবেন সচিব ও সভাপতিকে। কেন তাদের না জানিয়ে স্পনসর নিয়োগ করা হয়েছে কলকাতা লিগের জন্য।
যদিও এই নিয়ে সাংবাদিক বৈঠকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, যদি এই নিয়ে কারোর কোনও ক্ষোভ থাকে, তাহলে সেটি আইএফএতে এসেই জানানো হয়।
সব মিলিয়ে, নতুন স্পনসর আনা নিয়ে দ্বন্দ্ব লেগে গেল আইএফএ ও আইএফএর মধ্যেই।