প্রয়াত ইস্টবেঙ্গলের লিগজয়ী অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ময়দানের আরও এক মহীরুহ পতন। প্রয়াত হয়েছেন প্রাক্তন ফুটবলার চন্দন বন্দ্যোপাধ্যায়। ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বার্ধক্যজনিত কারণে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটের সময়ে হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন চন্দন বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা নাগাদ বেহালার পর্ণশ্রীর বাড়িতে তাঁর মরদেহ নিয়ে আসা হয়। এরপর সকাল ১১টায় চন্দন বন্দ্যোপাধ্যায়কে আনা হয় ইস্টবেঙ্গল তাঁবুতে। সেখানে ক্লাবের কর্মকর্তা ও প্রাক্তন ফুটবলাররা শেষ শ্রদ্ধা জানান ক্লাবের প্রাক্তন অধিনায়ককে।
১৯৫৪ সালে মিলন সমিতি থেকে তাঁর ফুটবল কেরিয়ার শুরু। এরপর ভবানীপুর ও জর্জ টেলিগ্রাফের হয়ে খেলেছেন চন্দন বন্দ্যোপাধ্যায়। ১৯৬৩ সালে আদ্যোপান্ত ইস্টবেঙ্গল সমর্থক চন্দন বন্দ্যোপাধ্যায় সই করেন নিজের প্রিয় ক্লাবে।
আরও পড়ুন - ইস্টবেঙ্গলে নিজের সংসার সাজাতে পুরোনো বন্ধুদের ফিরিয়ে আনছেন কুয়াদ্রাত
এরপর ১৯৬৬ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক হন তিনি। সেবার তার নেতৃত্বে লিগ জেতে ইস্টবেঙ্গল। এর আগে টানা চারবার লিগ জিতেছিল মোহনবাগান। কিন্তু মোহনবাগানের সেই জয়রথ থামিয়ে দেয় চন্দন বন্দ্যোপাধ্যায়ের ইস্টবেঙ্গল।
সেবার চন্দন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইস্টবেঙ্গলে খেলেছিলেন প্রশান্ত সিনহা, অরুণ ঘোষ, সুকুমার সমাজপতি, রাম বাহাদুর, শ্যাম থাপার মত প্রখ্যাত ফুটবলাররা। সেই চন্দন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত বাংলার ফুটবল মহল।