FIFA U-17 World Cup: বুট সমস্যায় নাজেহাল দেশের ফুটবলার, ক্ষমা চাইল এআইএফএফ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ গত মঙ্গলবার আমেরিকার (USA) বিরুদ্ধে অনুর্ধ্ব-১৭ ভারতীয় মহিলা ফুটবল দল ৮-০ গোলে পরাজিত হওয়ার পর দেশের ফুটবল সমর্থকেরা বেশ হতাশ হন। সকলেই অপেক্ষা করে আছেন পরবর্তী বিশ্বকাপের ম্যাচ গুলোয় ভালো ফলাফলের আশায়। তবে ইতিমধ্যেই ভারতীয় অনুর্ধ্ব-১৭ দলের খেলোয়াড়দের সাথে ঘটে গেছে এক অপ্রীতিকর ঘটনা। যার জন্য লজ্জিত হবেন গোটা ভারতবাসী। খবর অনুযায়ী, ভারতীয় বেশ কিছু খেলোয়াড় আমেরিকার বিরুদ্ধে খেলা শুরুর কিছুক্ষণ আগে তাদের নতুন খেলার জুতো পান। ফলে তারা নতুন এই জুতোর সাথে মানিয়ে নেওয়ার সময় টুকু পাননি। এই জুতো সমস্যায় ভারতিয় দলের বেশকিছু খেলোয়াড়কে সমস্যায় পরতে হয়েছে তা জানা যায়।
শোনা যাচ্ছে, এই ঘটনা জানার পর এআইএফএফ সম্পাদক, সাজি প্রভাকরণ ভারতীয় মহিলা ফুটবলারদের কাছে ক্ষমা চেয়েছেন।
এই ঘটনার বিবরণ হিসাবে এআইএফএফ এর একজন কর্মচারী বলেছেন, "প্রভাকরণ মহিলা ফুটবলারদের জিজ্ঞাসা করেছিলেন যে খেলার প্রস্তুতি নিয়ে তাদের কোনো সমস্যা আছে কিনা? তার উত্তরে কিছু খেলোয়ার জানান যে তারা তাদের খেলার জুতো পাননি। এই কথা শুনে প্রভাকরণ ক্ষমা চেয়েছেন খেলোয়াড়দের কাছে।"
তিনি আরও জানান, "যেসকল ফুটবলারদের জুতোর আয়তন ৫ অথবা তার কম ছিল, তাদের জু্তো ম্যাচের দিন এসে পৌঁছায়।"
এই ঘটনার পর প্রভাকরণ হতাশ হন এবং তিনি ঘটনার রিপোর্ট চেয়ে পাঠান।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এআইএফএফ এর কিছু কর্তা খেলোয়াড়দের কী দরকার জানতে চাইলে তারা জুতোর কথা বলেন। এরপরেই প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং প্রভাকরণ চেষ্টা করেন দ্রুত এই জুতোর ব্যবস্থা করে দিতে।
প্রভাকরণ জানিয়েছেন যার বা যাদের দোষে এই ঘটনা ঘটেছে তাদের উপযুক্ত শাস্তি হবে।