দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে এক সাথে কাজ করবে FIFA-AIFF, আশ্বাস কল্যাণ চৌবের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত সপ্তাহে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন ভারতীয় গোলকিপার কল্যাণ চৌবে। আর এক সপ্তাহের মধ্যেই দেখা করে এলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্টিনোর সাথে।
সভাপতি পদে নিযুক্ত হওয়ার পর কল্যাণকে ফোনে শুভেচ্ছা জানিয়েছিলেন ইনফান্টিনো, এবং তাকে জুরিখ, প্যারিস অথবা দোহায় বিশেষ বৈঠকের জন্য আমন্ত্রণ করেছিলেন। তবে কল্যাণ দোহার আমন্ত্রণ স্বীকার করেন।
এবং শুক্রবার দোহায় ফিফার কার্যালয়ে বৈঠক সারেন ফিফা ও এআইএফএফ-এর দুই সভাপতি। দোহায় কল্যাণ চৌবের সাথে হাজির ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সচিব শাজি প্রভাকরণ।
এই বৈঠক নিয়ে ফিফা নিজেদের বিবৃতিতে জানায়, "দোহায় দুই সভাপতি কোনও সময় নষ্ট না করে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন। যার মধ্যে রয়েছে ভারতীয় ফুটবলে পুরুষ, মহিলা, যুব ও গ্রাসরুট উন্নয়নের পরিকল্পনা।"
এদিকে এই বৈঠক নিয়ে কল্যাণ চৌবে বলেছেন, "ফিফার সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু তারা ভারতে এই ক্রীড়ার উত্থানে সাহায্য করতে পারেন। তাই, সেভাবেই আমরা ফিফা সভাপতির সাথে কথা বলেছি এবং আমি গর্বিত যে উনি সেটিতে শিলমোহর দিয়েছেন। এবং আমি খুশি যে ভারতীয় ফুটবলকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে ফিফা ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এক সাথে কাজ করবে। জিয়ান্নি ইনফান্তিনো অনেক সহায়তা ও অনুপ্রেরণা দিয়েছেন, এবং আশা করি আমরা অনেক দূর যেতে পারব।"
এদিকে আসন্ন অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন নিয়ে ইনফান্তিনোর সাথে আলোচনা করেছেন কল্যাণ। এবং জানিয়েছেন, দেশের ৪০টি প্রান্তে ভারতীয় অনুর্ধ্ব ১৭ মহিলা দল ৪০টি ম্যাচ খেলবে, যেখানে এই বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাও যাবে।
এই নিয়ে কল্যাণ চৌবে বলেছেন, "আমরা নিশ্চিত করতে চাই যে ভারতে থাকা প্রতিটা ব্যক্তি এই অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন নিয়ে অবগত থাকেন। এবং আমি নিশ্চিত, ভারতে বর্তমানে মহিলা রাষ্ট্রপতি থাকায় এবং দেশে মহিলা বিশ্বকাপ আয়োজিত হওয়ায়, বিশ্ব দরবারে ভারতীয় মহিলাদের উপর বড় প্রভাব পড়বে।"