এক দিন আগেই শুরু হতে পারে ২০২২ ফিফা বিশ্বকাপ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ফিফা বিশ্বকাপের, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও সেনেগাল। এবং আয়োজক দেশ কাতার ও ইকুয়েডরের ম্যাচ একই দিনে ছয় ঘন্টা পর হবে।
কিন্তু সচরাচর দেখা যায়, আয়োজক দেশের ম্যাচ দিয়েই শুরু হয় বিশ্বকাপ। সেক্ষেত্রে এবারে তার অন্যথা কেন হল? এবার যা সম্ভাবনা, ফিফা বিশ্বকাপ এক দিন আগে এগিয়ে আসতে পারে, অর্থাৎ ২০ নভেম্বর কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হতে পারে বিশ্বকাপ।
এই নিয়ে দ্য অ্যাসোসিয়েট প্রেসকে এক ঘনিষ্ট সূত্র জানিয়েছেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো ও ছয় মহাদেশীয় ফুটবল সংস্থার প্রধানদের নিয়ে গড়া একটি কমিটি আগামী কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে। এবং ২৮ দিনের পরিবর্তে ২৯ দিনের বিশ্বকাপ হওয়ার এই প্রস্তাবকে মেনে নিয়েছে কাতারি শীর্ষকর্তা ও দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল।
৯২ বছরের ইতিহাসে এই প্রথমবার ফিফা বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে উত্তর গোলার্ধের গ্রীষ্মের বাইরে। এর আগের ২১টি সংস্করণ আয়োজিত হয়েছে মে এর শেষ দিক ও জুলাইয়ের শেষ দিকের মাঝে। ২০১৫ সালে ফিফা সিদ্ধান্ত নিয়েছিল, কাতারের অসহ্য গরমে না খেলে বিশ্বকাপটি নভেম্বর ও ডিসেম্বরে সরিয়ে আনার।