ইমামি ইস্টবেঙ্গলের শীর্ষপদে এবার এই মহিলা, জানুন তার বায়োডাটা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আজকের দিনে, প্রতিটি দলের একজন করে চিফ এক্সেকিউটিভ অফিসার থাকেন, যিনি দলের দৈনন্দিন বিষয়গুলি খেয়াল রাখেন। এবং মঙ্গলবার ইমামি ইস্টবেঙ্গল তাদের নতুন সিইওর নাম ঘোষণা করেন। লাল-হলুদ ব্রিগেডের নতুন সিইও হিসেবে দায়িত্ব পেলেন নম্রতা পারেখ।
বাংলা তথা ভারতবর্ষের এক গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যশালী ক্লাবের শীর্ষপদে একজন মহিলা, এমন দৃষ্টান্ত খুবই কম। কিন্তু এক্ষেত্রে নম্রতা পারেখের যোগ্যতা অবশ্যই দেখার মত। সাত বছর আগে মেরাকি স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর নম্রতা।
এবং এই মেরাকি স্পোর্টস যুক্ত রয়েছে ভারতবর্ষের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের বিভিন্ন দলের সাথে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে আইএসএলে কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড ও মুম্বই সিটি এফসির মত দলের সাথে যুক্ত মেরাকি। এছাড়া রাহুল দ্রাবিড়, দীপা কর্মকার, রোহন বোপান্নার মত সুপারস্টার ক্রীড়াবিদদের সাথেও কাজ করেছে এই সংস্থা। ফলে ক্রীড়াজগতে নম্রতার অভিজ্ঞতা একেবারেই কম নয়, তা স্পষ্ট।
এমনকি, পদবী অবাঙালি হলেও নম্রতার জন্ম কলকাতাতেই। ভবানীপুরে বাড়ি নম্রতার। কাজের জন্য ওড়িশা ও মুম্বইয়ে থাকতে হয়েছিল নম্রতাকে, তবে আবারও কলকাতায় ফিরছেন তিনি, এবার ইস্টবেঙ্গলের দায়িত্ব কাঁধে নিয়ে।