রিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে থাকতে চাই, এল ক্লাসিকোর আগে হুঙ্কার ছাড়লেন জাভি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার চিরন্তন এল ক্লাসিকোয় মুখোমুখি হবে এফসি বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ। এক দিকে অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ, অন্যদিকে লা লিগায় দুরন্ত পারফর্মেন্স সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগে সংকটের মুখে বার্সিলোনা - সব মিলিয়ে এই এল ক্লাসিকো যথেষ্ট গুরুত্বপূর্ণ।
এবং বর্তমানে লা লিগার টেবিলে গোল পার্থক্যে বার্সিলোনা শীর্ষে থাকলেও সমান পয়েন্টে থাকা রিয়াল ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এবং এল ক্লাসিকো জিতে নিজেদের শীর্ষস্থান বজায় রাখার বার্তা দিলেন বার্সিলোনা হেড কোচ জাভি।
সাংবাদিক বৈঠকে জাভি বলেছেন, "আমি সব সময় ইতিবাচক থাকি এবং এই ম্যাচটি আমাদের জন্য একটি বড় সুযোগ। আমরা লা লিগায় শীর্ষে রয়েছি এবং রবিবারের পর সেই জায়গাতেই আমরা থাকতে চাই।"
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে সংকটজনক পরিস্থিতিতে থাকা বার্সিলোনাকে কিভাবে উদ্দীপ্ত করছেন জাভি? এই নিয়ে কিংবদন্তী স্প্যানিশ মিডফিল্ডার বলছেন, "আমাদের অতীতকে পিছনে ফেলে আসতে হবে। যদি আমরা ইতিবাচক হই, সব ভালো হবে। আমি চেষ্টা করেছি মানসিকভাবে খেলোয়াড়দের ভালো রাখার। এখন সময় এসেছে আমাদের নীতিকে কাজে লাগিয়ে রাস্তায় ফেরার।"
এদিকে চোট সারিয়ে ফিরেছেন ডিফেন্ডার জুলস কৌউন্ডে, যা নিঃসন্দেহে বার্সিলোনার জন্য ভালো খবর। তবে দায়িত্ব পেয়ে পরপর দুই বছর চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়ে ইউরোপা লিগে চলে যাওয়া, এটি কি জাভির কোচিং ভবিষ্যতকে অন্ধকারে ফেলবে?
এই নিয়ে জাভি বলেছেন, "সভাপতি আমার উপর পূর্ণ আস্থা রেখেছেন। যে দিন আমি সেটি দেখতে পাবো না, আমি বাড়ি চলে যাবো। যে দিন আমি সমাধানের অংশ হবো না, আমি বাড়ি চলে যাবো।"
শেষে এল ক্লাসিকো নিয়ে জাভি বলেছেন, "রবিবারের ম্যাচটা অবশ্যই তিন পয়েন্টের জন্য লড়াই হবে, তবে এই ম্যাচটা জিতলে দলের মনোবল বাড়বে। এটা আমাদের ও রিয়াল মাদ্রিদ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। দেখা যাক কে সেরা হিসেবে উঠে আসে। আমাদের প্রকল্প সবে শুরু হয়েছে, আমরা এখনই তা ধ্বংস করে দিতে পারি না। আমাদের শান্ত থাকতে হবে। আমরা এখনও মেরামতির জায়গায় আছি। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হওয়াটা দুঃখজনক, কিন্তু এমনটা চলবেই। আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি।"