দিপাবলির আগেই ধামাকা আইএফএর! বড় ম্যাচ খেলা হবে এই দিনে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কালীপুজো এবং দিপাবলির আগেই বাংলার ফুটবল প্রেমীদের মনে আনন্দের বোমা ফাটাতে চলেছে আইএফএ। বিশেষ সূত্র অনুযায়ী, সম্ভবত আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে বাংলার অন্যতম বড় ম্যাচ। এরআগে বাতিল হয়ে যাওয়া ইস্টবেঙ্গল এবং মহামেডান দলের কলকাতা লিগের ম্যাচের তারিখ পুনরায় ঠিক করা হয়েছে।
এর পাশাপাশি জানা গেছে যে, স্থগিত থাকা ইস্টবেঙ্গল বনাম আরিয়ান ম্যাচ খেলা হবে আগামী ১৫ই অক্টোবর এবং মহামেডান বনাম নৈহাটি ম্যাচ খেলা হবে ১৬ই অক্টোবর। দুটি ম্যাচই খেলা হবে নৈহাটির মাঠে। যেহেতু কল্যাণী স্টেডিয়ামের মাঠে এখনো কাজ চলছে, মাঠটি ম্যাচ খেলানোর মতো পরিস্থিতিতে নেই। ফলস্বরূপ ম্যাচ দুটি নৈহাটির মাঠেই অনুষ্ঠিত হতে চলেছে।
যদিও, আইএফএর তরফে সম্পূর্ণ সূচি এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছেনা। খবর অনুযায়ি পূর্বে বাতিল হয়ে যাওয়া ম্যাচগুলিকেই আগে সম্পূর্ন করতে চাইছে লিগ কর্তীপক্ষ। এর সাথে কলকাতা লিগের বাকি ম্যাচগুলিকেও দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানা যায়।
একদিকে লিগ শেষ করার তাড়া, অন্যদিকে আরিয়ান, ভবানীপুরের মত ময়দানের ছোটো ক্লাব গুলির টেন্ট বন্ধ হয়ে পরে রয়েছে বেশ কিছুদিন। খিদিরপুর, আরিয়ান, ভবানীপুর ফুটবল দলের খেলোয়াড়রা পুজোর পর থেকে অনুশীলনের বাইরে। এমনকি এই ছোট দলগুলির দল ভেঙে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে। এই অবস্থায় দ্রুত কলকাতা লিগ শেষ করা কতোটা যুক্তিযুক্ত? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে!