এফসি গোয়ার বিরুদ্ধে কি রণনীতি প্রয়োগ করবে ইস্টবেঙ্গল? দেখুন সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারের পর এবার ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। এবং এই ম্যাচ নিঃসন্দেহে জয়কেই লক্ষ্য করবেন হেড কোচ স্টিফেন কনস্টানটাইন। কিন্তু প্রশ্ন হল, কেরালার বিরুদ্ধে ভুলগুলি কি শোধরাবেন স্টিফেন?
গোলে অবশ্যই শুরু করবেন কমলজিৎ সিং। এদিকে যা সম্ভাবনা, এই ম্যাচে বেঞ্চে বসতে পারেন অঙ্কিত মুখার্জি। সেক্ষেত্রে চারালাম্বোস কিরিয়াকুকে রাইট ব্যাক পজিশনে এনে জেরি লালরিনজুয়ালাকে আনা হবে লেফট ব্যাক পজিশনে। আর দুই সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলবেন ইভান গোঞ্জালেজ ও লালচুংনুংগা।
এদিকে সব থেকে বড় প্রশ্ন হল, তুহিন দাসের পরিবর্তে কি আসবেন অনিকেত যাদব? সেক্ষেত্রে অনিকেতকে ডানদিকে নিজের পরিচিত জায়গায় নিয়ে এসে, সুমিত পাসিকে বাঁদিকে খেলাতে পারেন স্টিফেন। কারণ সুমিত পাসির এই দলে জায়গা ১০০ শতাংশ নিশ্চিত।
গত ম্যাচে ভালো পারফর্ম করার সুবাদে সেন্ট্রাল মিডফিল্ডে অবশ্যই শুরু করবেন অ্যালেক্স লিমা, এবং তাকে সহায়তা দেবেন অভিজ্ঞ শৌভিক চক্রবর্তী। সেক্ষেত্রে জর্ডান ও' ডোহার্টি দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবেই নামবেন।
আর আপফ্রন্টে অবশ্যই ক্লেইটন সিলভা এবং ভিপি সুহের খেলবেন। পরিবর্ত হিসেবে খেলতে পারেন নাওরেম মহেশ সিং ও সেম্বোই হাওকিপ। এদিকে মঙ্গলবারের অনুশীলনে সাইডলাইনে দেখা যায় এলিয়ান্দ্রোকে, ফলে এই ম্যাচে তিনি খেলবেন কিনা, সে নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ -
কমলজিৎ সিং (গোলকিপার), জেরি লালরিনজুয়ালা, ইভান গোঞ্জালেজ, লালচুংনুংগা, চারালাম্বোস কিরিয়াকু, সুমিত পাসি, অ্যালেক্স লিমা, সৌভিক চক্রবর্তী, অনিকেত যাদব, ক্লেইটন সিলভা, ভিপি সুহের।