কলকাতা লিগে পিছিয়ে যেতে পারে ইস্টবেঙ্গলের ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১০ জুলাই কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন ২০২৩ এর অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। কিন্তু তার আগে আসল বিপত্তি। যা সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে ইস্টবেঙ্গলের এই ম্যাচ পিছিয়ে যেতে পারে।
আর এর কারণ হল তাদের প্রথম প্রতিপক্ষ পশ্চিমবঙ্গ পুলিশ। পুলিশের তরফ থেকে আইএফএকে আবেদন করা হয়েছে, যাতে ১০ জুলাইয়ের ম্যাচটি পিছোনো যায়। কিন্তু কেন এমন আবেদন?
আরও পড়ুন - শুক্রবারের দীর্ঘ ২ ঘণ্টার বৈঠকে কী সিদ্ধান্ত নিলেন ইমামি ও ইস্টবেঙ্গল কর্তারা ?
এর কারণ হল পঞ্চায়েত ভোটের ফলাফল, যা আগামী ১১ জুলাইতে প্রকাশিত হবে। আর এর কারণে কয়েক দিন আগে থেকে পশ্চিমবঙ্গ পুলিশ দলের খেলোয়াড়েরা রাজ্যের বিভিন্ন জায়গায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন। যার ফলে ১০ জুলাইয়ের ম্যাচের জন্য দলই নামানো কঠিন হবে পুলিশের জন্য।
এদিকে আইএফএর তরফ থেকে এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অন্দরমহলের খবর, পুলিশের ন্যায্যসঙ্গত কারণের জন্য ম্যাচ পেছোনোর বিষয়ে চিন্তাভাবনা করবে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা।