জয় অধরাই লাল হলুদের , অতিরিক্ত সময় ঘরের মাঠে পরাজিত ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলে যোগ দেওয়ার পর দুটি সিজন হয়ে গেছে। কিন্তু চিরাচরিত লালহলুদ ঝড় থেকে উপেক্ষিতই রয়ে গেছেন শতাব্দী প্রাচীন ক্লাবের সদস্য সমর্থকেরা। এই বছর নতুন ভাবে স্বপ্ন দেখা শুরু করেন তারা। প্রাক্তন ভারতীয় সফল কোচ স্টিভেন কনস্ট্যানটাইন দায়িত্ব নিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের। এসেছেন নতুন নতুন দেশি বিদেশি ফুটবলার। তবে দুই ম্যাচ পরেও চেনা ছন্দে দেখা গেলোনা ইস্টবেঙ্গল দলকে। বর্তমান সিজনের প্রথম দুটি ম্যাচেই হার লাল-হলুদ ব্রিগেডের।
খেলা শুরুর কয়েক মিনিট স্টিভেনের দল ভালো খেললেও, ৭ মিনিটে ব্যান্ডন ফার্নান্ডেজের গোলে এগিয়ে যায় এফসি গোয়া। এরপর লাল হলুদ খেলোয়াড়রা সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি এবং প্রায় পুরো ম্যাচেই বল নিয়ন্ত্রণ গোয়ার তরুণ ফুটবলারদের কাছেই থাকে।
দ্বিতীয় অর্ধে ইস্টবেঙ্গল বেশ কয়েকটি পরিবর্তন করে। এর সুবাদে খেলায় তারা বেশকিছু গোল মুখী আক্রমণ তৈরী করে। ৬৪ মিনিটে ক্লিটন সিলভার পেনাল্টি স্পট থেকে নিঁখুত শট ইস্টবেঙ্গল দলকে খেলায় ফিরিয়েও আনে। জেরির অসাধারণ একটি থ্রু পাস লাল হলুদের ভিপি সুহের গোয়ার বক্সের সামনে পেয়ে যায়। তাকে গোয়ার গোলরক্ষক ধিরাজ বক্সের ভিতর ১ঃ১ আটকাতে গেলে সুহেরকে ফাউল করে ফেলে। সেই পেনাল্টি থেকেই ঠান্ডা মাথায় গোল করে যান সিলভা।
এরপর বেশ কিছু আক্রমণ ইস্টবেঙ্গল দলকে এই সিজনের প্রথম জয় এনে দিতে পারতো তবে গোলরক্ষক ধীরাজের সেভ এবং ইস্টবেঙ্গল খেলোয়াড়দের সুযোগ নষ্টে তা হয়ে ওঠেনি। খেলার প্রায় শেষ মুহূর্তে অতিরিক্ত সময় গোয়ার এডু বেডিয়ার গোল ইস্টবেঙ্গল সমর্থকদের মুখের হাসি কেড়ে নেয়। পরবর্তী ম্যাচ গুলোয় কিভাবে ফিরে আসবে সেই দিকেই তাকিয়ে ইস্টবেঙ্গল সদস্য-সমর্থকরা।