কলকাতা লিগেও জয়হীন ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলে জয় নেই, কলকাতা লিগেও জয়হীন ইস্টবেঙ্গল। খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ড্র, এরিয়ানের বিরুদ্ধেও নৈহাটি স্টেডিয়ামে জয় এলনা।
আইএসএলে রেজিস্ট্রিকৃত বেশকিছু ফুটবলার ছিলেন ইস্টবেঙ্গলের টিম লিস্টে। অঙ্কিত মুখার্জি, নবি হোসেন, হাওকিপ, মোবাসির রহমান, অনিকেত যাদব, সহ ছয় সাতজন ফুটবলারকে রেখেই দল করেন বিনু জর্জ। মিডিয়া সেন্টারে বসে খেলা দেখলেন চিফ কোচ স্টিফেন কনস্টানটাইন। প্রথমার্ধে তুল্যমূল্য ফুটবল। এরিয়ান এক বিদেশি চামাকাকে রেখে দল করে বিদেশিহীন ইস্টবেঙ্গলের সঙ্গে। লাল্টু মন্ডল, শুভ বিশ্বাসরা ভাল প্রতিরোধ গড়ে তোলে। মাঝ মাঠে ইস্টবেঙ্গলের বল ধরার থেকে এগিয়ে ছিল এরিয়ান। টিকে জেসিনের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধ শুরু হতে তুল্যমূল্য ফুটবল শুরু হয়?
৫০ মিনিটে নবি হোসেনের ভুল পাস থেকে গোল করে গেলেন অমরনাথ বাস্কে। ম্যাচের শেষ পর্যন্ত ফলাফল ১-১