আইএসএলের সাথে কলকাতা লিগও গুরুত্বপূর্ণ, মানছেন বিনো জর্জ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইন্ডিয়ান সুপার লিগের প্রথম দুই ম্যাচে কলকাতার জায়েন্ট ক্লাব ইস্টবেঙ্গল কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। আইএসএলের দ্বিতীয় ম্যাচে, শেষ মুহূর্তে গোল হজম করে তারা পয়েন্ট হারায়।লিগের বাকি ম্যাচগুলিতে ভাল ফলাফলের জন্য একদিকে যেমন তারা কঠোর পরিশ্রম করছে, তেমনই কলকাতা লিগের ম্যাচগুলিও তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।
আগামীকাল, ১৫ই অক্টোবর কলকাতা লিগের স্থগিত থাকা ইস্টবেঙ্গল বনাম এরিয়ান ফুটবল ক্লাবের ম্যাচ নৈহাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। সেই ম্যাচ নিয়ে লাল হলুদ দলের কি ভাবনা এবং কি পরিকল্পনা? তা জানার জন্য শতাব্দী প্রাচীন ক্লাবের সহ প্রশিক্ষক বিনো জর্জ প্রথমেই জানান, কলকাতা লিগ খুবই মর্যাদাপূর্ণ লিগ ইস্টবেঙ্গল দলের জন্য। তাই যে কোনো পরিস্থিতিতেই খেলা হোক না কেনো, ইস্টবেঙ্গল দল সর্বদা খেতাব জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামে।
তিনি আরও জানান, "আমরা জেতার জন্যে খেলবো। আমি আশা করি আমার ছেলেরা এরিয়ানের বিরুদ্ধে আরও ভাল খেলতে পারবে।"
এর সাথে তিনি এতোদিন পরে ম্যাচটি হওয়ার জন্যে বলেন, "অনেকটা সময় পর আমরা এই ম্যাচ খেলতে নামবো। খিদিরপুরের বিরুদ্ধে খেলার পর আমরা বেশ কিছুটা সময় পেয়েছি নিজেদের গুছিয়ে নেওয়ার।" তিনি মনে করেন এই সময় খেলোয়াড়েরা অনেক বেশি উন্নতি করেছে যার ফলে তারা আগামীকাল ভাল ফুটবল খেলতে পারবে।