শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল দল। প্রথম ম্যাচে ক্লেইটন সিলভার অসাধারণ লড়াই হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জয় এনেদিতে সাহায্য করেছিল লাল-হলুদ ব্রিগেডকে। ৩-২ ফলাফলে জয়ী হয় ইস্টবেঙ্গল।
আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে হেরেও, দলের পারফরমেন্সে গর্বিত ইগর স্টিমাচ
রবিবার প্রতিপক্ষ আইলিগের শ্রীনিধি ডেকান হলেও কোচ কার্লেস কুয়াদ্রাত যথেষ্ট সমীহ করছেন শ্রীনিধির ফুটবলারদের। ১৯ জানুয়ারি ডার্বি ম্যাচের আগে ৩ পয়েন্টের পাশাপাশি নিজের দলকেও ১০০% প্রস্তুত রাখতে চান তিনি। শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে কোন একাদশ নিয়ে দল সাজাবেন লাল-হলুদ হেড কোচ? দেখে নিন ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ
আরও পড়ুন- “কুছ তো লোগ কহেঙ্গে”- গানের মাধ্যমে কীসের ইঙ্গিত যুবরাজ সিংয়ের?
ফর্মেশন- ৫-২-৩