বিশ্ব ফুটবলে ভারতকে সেরা করল মিনার্ভা অ্যাকাডেমি, আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলে বর্তমানে একেবারে তলানিতে ভারত, কিন্তু সেই ভারতই আজ বিশ্বের সেরা। বিশ্ব যুব কাপ, যা ঐতিহ্যশালী গোথিয়া কাপ নামে পরিচিত, তাতে চ্যাম্পিয়ন হল ভারতের মিনার্ভা অ্যাকাডেমি এফসি।
শনিবার সুইডেনে ফাইনালে আর্জেন্টিনার ক্লাব সিইএফ ১৮ টুকুমানকে ৪-০ গোলে হারায় মিনার্ভা অ্যাকাডেমি। ৪০ মিনিটের এই ফাইনালে গোল করে রিথাম, ইয়োহেনবা, রাজ ও ডেনামনি। যদিও স্কোরলাইন যত সহজ দেখাচ্ছে, তত সহজ ছিল না ম্যাচটা। প্রথমার্ধে বেশ লড়াই দেখায় টুকুমান। তবে দ্বিতীয়ার্ধে রাশ ধরে নেয় মিনার্ভা।
এর আগে ২০২৩ সালে গোথিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিল মিনার্ভা অ্যাকাডেমি। সম্প্রতি ঐতিহ্যশালী হেলসিঙ্কি কাপে রানার্স হয়েছিল তারা।