নাম না করে এটিকে মোহনবাগানের অজুহাতকে উড়িয়ে দিলেন ইস্টবেঙ্গল কোচ, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি কলকাতা লিগের সুপার সিক্স পর্বে ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং খেললেও খেলছে না এটিকে মোহনবাগান। সুপার সিক্স পর্ব শুরুর এক দিন আগে আইএফএকে চিঠি দিয়ে এটিকে মোহনবাগান জানিয়েছিল, এফএসডিএলের অনুমতি না মেলায় তারা এই টুর্নামেন্ট খেলতে পারবে না।
অথচ, আইএসএলের আর এক দল ইস্টবেঙ্গল দিব্যি এই টুর্নামেন্ট খেলছে। এবং বুধবার এরিয়ানের বিরুদ্ধে পরিত্যক্ত ম্যাচে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ছিলেন মূল দলের তিন ফুটবলার, যথাক্রমে অনিকেত যাদব, সার্থক গোলুই ও মোবাশির রহমান।
আর এর জেরে আবারও প্রশ্নটি উঠল, কেন তাহলে ইস্টবেঙ্গলের বেলায় এফএসডিএলের নিয়ম প্রযোজ্য হল না? এই নিয়ে নাম না করে এটিকে মোহনবাগানের অজুহাতকে উড়িয়ে দিলেন ইস্টবেঙ্গল হেড কোচ বিনো জর্জ।
বিনো জানিয়েছেন, এই নিয়ে কোনও অসুবিধা তাদের হয়নি, এবং কলকাতা লিগের জন্য শুধু রিজার্ভ দল নয়, মূল দলের সকল খেলোয়াড়ই রেজিস্টার্ড হয়ে রয়েছেন। এবং এফএসডিএলের তরফ থেকে কোনও অবজেকশন আসেনি তাদের কাছে।
ফলে প্রশ্নটি থেকেই যায়, ঠিক কি কারণে এটিকে মোহনবাগানকে কলকাতা লিগ খেলতে মানা করল এফএসডিএল?